জল্পনায় শিলমোহর। সত্যিই সংসার ভাঙছে হেমা মালিনী কন্যা এষা দেওল ও ব্যবসায়ী ভরত তখতানির। দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে ইতি টানছেন এষা ও ভারত। বছরের শুরু থেকেই এষার বিয়ে ভাঙার কথা শোনা যাচ্ছিল। এবার যৌথ বিবৃতি দিয়ে এখবর যে সত্যি তা স্বী🧔কার করে নিয়েছেন এষা ও ভরত।
দিল্লি টাইমসকে দেওয়া বিবৃতিতে এষা ও ভরত জানিয়েছেন, ‘আমরা পারস্পরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পর্যায়ে এসেও আমাদের দুই সন্তান যাতে ভালো থাকে, সেটাই এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আশা রাখি আমাদের এই গোপনীয়তাকে সম্মান জানানো হবে।’⛎ প্রসঙ্গত, এষা ও ভরতের দুই কন্য রয়েছে রাধ্যা (৬) ও মিরায়া (৪)।
২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন এষা দেওল ও ভারত তখতানি। ২০১𓂃৭ সালে তাঁরা প্রথম সন্তান রাধ্যার বাবা-মা হন। এরপর ২০১৯-এ তাঁদের জীবনে আসে দ্বিতীয় সন্তান মিরায়া। গত বছর (২০২৩) জুনে স্বামী ভরত তখতানির সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় স্বামী ভরতের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি🥂লেন এষা। লিখেছিলেন, ‘অনন্তকালের জন্য…, ১১ বছর কাটানোর কৃতজ্ঞতা।’
আরও পড়ুন-অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে পর্নস্টারের তুলনা!꧂ গ্রেফতার হওয়𒅌ার আশঙ্কায় 'বং গাই' কিরণ দত্ত
আরও ꦕপড়ুন-নিজের শরীরের ভোল বদলে এ কেমন বেশে দেখা দিলেন সলমন! চমকে গেলেন অনুরাগীরা…