ভারত-পাক সম্পর্কের অবনতি𒀰র মধ্যেই এবার ওটিটি প্লাটফর্মগুলিকে একটি কড়া নির্দেশ দিলেন ভারত সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করে ভারতের সমস্ত OTT প্লাটফর্মগুলিকে পাকিস্তানের সিনেমা, গান বা ওয়🔯েব সিরিজ দেখানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা ANI দ্বারা শেয়ার করা একটি নোটিশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, ভারতের সমস্ত OTT প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্ওযাটফর্ম এবং মধ্যস্থতাকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে পাকিস্তান ভিত্তিক সমস্ত সিনেমা, গান, ওয়েব সিরিজ এবং পডকাস্ট অবিলম্বে করে দেওয়া হয়। দেশের স্বার্থে এটি অত্যন্ত প্রয়োজনীয়।
আরও পড়ুন: কণ্ঠস্বর থেকে হাঁটাচলা সবই ছিল ‘মেয়েদের মতো’, নিজেকে কীভাবে পা💫ল্টেছিলে𝕴ন করণ জোহর?
আরও পড়ুন: ‘দেশ মেরে’ হোক🀅 বা ‘মা তুঝে সালাম’, এই ১০ দেশপ্রেমের গান, যা আজও গায়ে দেয় কা🐟ঁটা
ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাত তৈরি হওয়ায় ইতিমধ্যেই বিনোদন জগতে ব্যাপক প্রভাব পড়েছে। পাকিস্তানের বেশ কয়েকজন সেলিব্রিটিদের অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ ছবির 🍃মুক্তি।
যে ൩সমস্ত পাকিস্তানি সেলিব্রিটিদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, আতিফ আসলাম এবং আরও অনেকে।
আরও পড়ুন: মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠানে পুরস্কৃত ﷽হবেন 'মানবিক' সোনু! কেন?
আরও পড়ুন: 'ইরফান খানের ছেলে হওয়া...', বাবিলের ভিডিয়ো দেখে কেঁಌদে ভাসালেন প্রতীক বব্বর, কী ไবললেন?
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার প্রতিশোধ নিতে গত ৭ মে রাত ১:০৪ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত পাকিস্তানের ওপর চলে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলা। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। ভারতের এই বিমান হামলার পর পাকিস্তꦿান তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে।