বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik-Saba: রাতপোশাকে গার্লফ্রেন্ডকে আগলে ক্রিসমাস উদযাপন হৃতিকের, সাবা বয়সে কত ছোট নায়কের চেয়ে?
হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। প্রেমের আদরে-চাদরে মাখামাখি করে ছবি দিতেও পিছপা হন না দুজনে। ওদিকে প্রাক্তন স্ত্রী সুজান খান, এমনকী তাঁর প্রেমিকের সঙ্গেও দুর্দান্ত বন্ডিং হৃতিকের। পরস্পরকে জন্মদিনে উইশ করা হোক কিংবা একসঙ্গে পার্টি করা, প্রাক্তন-বর্তমান যেন মিলেমিশে একাকার। কী হয়েছে নায়কের? কী করে আহত হলেন বলিউডের গ্রিক গড? নিজেই খোলসা করেছেন হৃতিক। আরও পড়ুন-জন্মদিনের রাতে হৃতিক আর দুই ছেলের সামনেই ‘কচি প্রেমিক’-এর ঠোঁটে চুমু সুজানের, আরসালান কত ছোট?