বাংলা নিউজ > বায়োস্কোপ > Preity or Lily: ছবিতে এটা কে? প্রীতি জিন্টা নাকি হলিউড অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, চিনতে পারলেন?
পরবর্তী খবর
Preity or Lily: ছবিতে এটা কে? প্রীতি জিন্টা নাকি হলিউড অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, চিনতে পারলেন?
1 মিনিটে পড়ুন Updated: 16 Dec 2023, 09:36 PM ISTSubhasmita Kanji
Preity or Lily: ২০২৪ এর স্পিরিট অ্যাওয়ার্ডের একটি বিশেষ পদ দেওয়া হয়েছে লিলি গ্ল্যাডস্টোনকে। কিন্তু সম্প্রতি তাঁর একটি ছবি দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন সকলে। অনেকে তাঁর ছবি দেখে তাঁকে প্রীতি জিন্টা বলে ভাবছেন।
সম্প্রতি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু একি! নেটিজেনরা সেই ছবিটি দেখে তাঁর বদলে সেখানে প্রীতি জিন্টাকে দেখতে পাচ্ছেন। বুঝলেন না? ছবিটা দেখে লিলিকে অনেকেই প্রীতি বলে গুলিয়ে ফেলেছেন কারণ ছবিটি দেখে লিলিকে হুবহু প্রীতি জিন্টার মতো লাগছে। আর এটা দেখেই ভারী মজা পেয়েছেন নেটিজেনরা।
এদিন লিলি গ্ল্যাডস্টোনের একটি ছবি পোস্ট করে ফিল্ম আপডেট। তাঁরা সেই ছবিটি এক্সে পোস্ট করে একটি বিশেষ ঘোষণা করেন। তাঁদের তরফে সেই ছবি পোস্ট করে লেখা হয়, 'লিলি গ্ল্যাডস্টোনকে ২০২৪ এর স্পিরিট অ্যাওয়ার্ডের অনোরারি চেয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে।'
লিলি গ্ল্যাডস্টোনের এই ছবিটি দেখেই ভারী মজা পেয়েছেন নেট পাড়ার লোকজন। তাঁরা আসলে এই ছবিটির সঙ্গে প্রীতি জিন্টার মিল পেয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'কিন্তু আপনি প্রীতি জিন্টার ছবি কেন ব্যবহার করছেন?' আরেকজন লেখেন, 'প্রীতি জিন্টার নাম কবে থেকে লিলি গ্ল্যাডস্টোন হল?' কেউ কেউ তো আবার প্রীতি জিন্টাকে মেনশন করে এই ছবিটি দেখান। ছবিতে লিলি গ্ল্যাডস্টোনকে কালো গাউন এবং সিলভার কানের দুল পরে থাকতে দেখা যাচ্ছে। তবে ভক্তরা লিলির ছবিতে যতই প্রীতিকে মেনশন করুন না কেন তিনি এখনও এই বিষয়ে কোনও উত্তর দেননি।