বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol on Mother's Day: তনুজার কোন লড়াই ভুলতে পারবেন না কাজল? বিশেষ দিনে বিশেষ বার্তা মেয়ের
পরবর্তী খবর
Kajol on Mother's Day: তনুজার কোন লড়াই ভুলতে পারবেন না কাজল? বিশেষ দিনে বিশেষ বার্তা মেয়ের
1 মিনিটে পড়ুন Updated: 15 May 2023, 10:57 AM ISTPriyanka Bose
মাতৃদিবসে মা তনুজার সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন কাজল। মা তনুজাকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ পোস্ট করেছেন বলি ডিভা।
মাতৃদিবসে মা তনুজাকে ধন্যবাদ কাজলের
সামাজিক নিয়ম-কানুন থেকে সাহসী করার জন্য মা তনুজাকে ধন্যবাদ জানিয়ে মাতৃদিবসে একটি পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। মেয়েদের বড় করে তোলার জন্য যে 'লড়াই' করেছেন তনুজা সেই নিয়েও আবেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। মা তনুজার সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন বলিউড নায়িকা।
পোস্টের ক্যাপশনে কাজল লেখেন, ‘মায়েরা চিরকালের জন্য মা। এটি একটি কখনও শেষ না হওয়া কাজ এবং আপনি যে ধন্যবাদ পান তা হল, আপনার সন্তানদের চিরতরে আপনাকে প্রয়োজন হবে! গুরুত্বপূর্ণ জীবন-পরিবর্তনকারী হিসেবে নয়, শুধু যেভাবে তুমি নিজের মতো করে আমাদের ভালোবেসেছ’। আরও পড়ুন: ‘সেরা সম্মান..’, মাতৃদিবসে মা, শাশুড়ি, মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘কারণ এটি এমন একটা জিনিস, যা আপনি কোথাও বা অন্য কারও মধ্যে খুঁজে পাবেন না। সমাজ এবং এর সমস্ত নিয়মকে সাহসী করার জন্য আমাকে যথেষ্ট ভালোবাসার জন্য এবং তুমি যেভাবে করেছ সেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি অসম্ভবকে সম্ভব করতে শিখিয়েছ'। পোস্টের শেষে ‘হ্যাপি মাদার্স ডে’ হ্য়াশট্যাগ ব্যবহার করেছেন কাজল।