বাংলা নিউজ > বায়োস্কোপ > SK Bhagavan passes away: প্রয়াত প্রখ্যাত কন্নড় সিনেমার পরিচালক এসকে ভগবান, বয়স হয়েছিল ৮৯
পরবর্তী খবর
SK Bhagavan passes away: প্রয়াত প্রখ্যাত কন্নড় সিনেমার পরিচালক এসকে ভগবান, বয়স হয়েছিল ৮৯
1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2023, 11:58 AM ISTPriyanka Bose
SK Bhagavan passes away: কন্নড় সিনেমার প্রখ্যাত প্রবীণ পরিচালক এসকে ভগবান প্রয়াত। সোমবার সকালে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরে বয়স ঘটিত নানা সমস্যায় ভুগছিলেন।
প্রয়াত কন্নড় সিনেমার পরিচালক এসকে ভগবান
কন্নড় সিনেমার প্রখ্যাত প্রবীণ পরিচালক এসকে ভগবান প্রয়াত। সোমবার সকালে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরে বয়স ঘটিত নানা সমস্যায় ভুগছিলেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই টুইট করে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এসকে ভগবানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। টুইটে কর্ণাটকের মুখ্যমন্ত্রী লেখেন, ‘কন্নড় চলচ্চিত্র শিল্পের প্রখ্যাত পরিচালক শ্রী এসকে আমি ভগবানের মৃত্যুর খবরে আমি দুঃখিত। তাঁর আত্মার শান্তি কামনা করি। প্রার্থনা করি ঈশ্বর যেন তাঁর পরিবার এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন’।
২০০০ সালে প্রয়াত ডোরাইয়ের সঙ্গে প্রায় ২৭টি সিনেমা পরিচালনা করেছেন এসকে ভগবান। বক্স অফিসে তুমুল হিট হয়েছিল সেই ছবিগুলি। তাঁদের বেশিরভাগ ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন রাজকুমার।
ডোরাই রাজ মারা যাওয়ার পর, ভগবান পরিচালনা থেকে দীর্ঘ দিন বিরতি নিয়েছিলেন; ২০১৯ সালে ৮৫ বছর বয়সে তাঁর পরিচালিত ৫০তম চলচ্চিত্র ‘আদুভা গোম্বে’ দিয়ে প্রত্যাবর্তন করেন। এসকে ভগবান পরিচালিত শেষ মুক্তি প্রাপ্তছবি ‘আদুভা গোম্বে’। ছবিতে অভিনয় করেছেন অনন্ত নাগ এবং প্রয়াত সঞ্চারী বিজয়। তিনি প্রথম কন্নড় চলচ্চিত্র পরিচালক যিনি জেমস বন্ড-স্টাইলের সিনেমা তৈরি করার জন্য পরিচিত।