আসন্ন সিনেমা চান্দু চাম্পিয়নের মুক্তির অপেক্ষায় রয়েছেন আপাতত কার্তিক আরিয়ান। ছবিটি প্যারালিম্পিয়ান মুরলিকান্ত পেটকারের জীবনের উপর তৈরি হয়েছে। গত দেড় বছর ধরে এই সিনেমার জন্য নিজেকে বদলেছেন তিনি। তারকা যখন উঠেপড়ে লেগেছে ছবির প্রচারে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শরীরের বদলে যাওয়ার কাহিনি।
আগের ও পরের ছবি শেয়ার করে কার্তিক লিখলেন, ‘৩৯ শতাংশ বডি ফ্যাট থেকে ৭ শতাংশ বডি ফ্যাট। একজন 'ইনসোমনিয়াক' হওয়া থেকে 'ফিটনেস উৎসাহী' হয়ে ওঠার এই দেড় বছরের জার্নি সত্যি মনে রাখার মতো। জীবন্ত কিংবদন্তি মিঃ মুরলিকান্ত পেটকারের জীবন, আমাকে কেবল একজন শক্তিশালী মানুষই করেনি। সেই সঙ্গে এই বিশ্বাসকে আমার মনে গেঁথে দিয়েছে যে, আপনি যদি মন থেকে কোনও স্বপ্ন দেখেন, তবে এটি আপনি অর্জন করতে পারবেনই। কোনও কিছুই অসম্ভব নয়।’
আরও পড়ুন: মিডিয়া টাইকুন, রামোজি গ্রুপের চেয়ারম্যান, রামোজি রাও প্রয়াত! ৮৭ বছরে না ফেরার দেশে
এরপর নিজের বক্তব্যে তিনি যোগ করলেন, ‘আগে মা বলত, যাও জিমে যাও। আর এখন এমন পরিস্থিতি হয়েছে যে, মাকে বলতে হয়, এবার জিম থেকে বাড়ি এস।’
আরও পড়ুন: সুনীল গ্রোভার ইন, সুমনা আউট, কপিলে বিরক্ত ভুরি? জবাব এল, ‘কোনও রক্তের সম্পর্ক…’
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। চান্দু চাম্পিয়ন অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিতে থাকেন নেট-নাগরিকরা। একজন লেখেন, ‘অভাবনীয়! চোখকে বিশ্বাস করতে পারছি না’। দ্বিতীয়জন লেখেন, ‘এত অ্যাবস! আমি তো গুণে শেষ করতে পারছি না।’ তৃতীয়জনের মন্তব্য, ‘এভাবে এগিয়ে যাও। সাফল্য তোমায় ভরিয়ে রাখবে সারাজীবন। অনেক ভালোবাসা।’
আরও পড়ুন: অনন্যা বা আরিয়ান, হলিউড ছবির জন্য ডাবিং শিল্পী হয়েছেন অনেকেই, জানতে চান কারা
কবির খান পরিচালিত চান্দু চ্যাম্পিয়ন-এ নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। কার্তিক ছাড়াও এই ছবিতে রয়েছেন ভুবন অরোরা, যশপাল শর্মা, বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, পলক লালওয়ানি প্রমুখ। লন্ডন, ওয়াই এবং জম্মু ও কাশ্মীরে এই বায়োগ্রাফিক্যাল স্পোর্টস-ড্রামার শুটিং হয়েছে। এটি সাজিদ নাদিয়াদওয়ালা ও কবির প্রযোজনা করেছেন এবং প্রযোজনা সংস্থা- নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং কবির খান ফিল্মস দ্বারা সমর্থিত। চান্দু চ্যাম্পিয়ন ১৪ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।