বলিউডের গণ্ডি টপকে এবার আন্তর্জাতিক স্তরে পা রাখতে চলেছেন নেহা ধুপিয়া। তাঁকে আগামীতে দেখা যেতে চলেছে ব্লু ৫২ নামক একটি আন্তর্জাতিক প্রজেক্টে। স্বাভাবিক ভাবেই তিনি তাঁর এই কাজ নিয়ে দারুণ উচ্ছ♕্বসিত।
নেহা ধুপিয়ার আন্তর্জাতিক প্রজেক্ট
নেহা ধুপিয়াকে আগামীতে দেখা যাবে ব্লু ৫২ প্রজেক্টে। এই ছবিটির পরিচালনা করেছেন ইজিপশিয়ান ফিল্মমেকার আলি এল আরবি। সূত্রের তরফে জানা গিয়েছে এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে আশিষকে কেন্দ্র করে। তার বয়স মাত্র ৯। তাকে তার বাবা সবার থেকে, সব কিছুর থেকে আলাদা করে রেখেছে ভারতের কোচির কাছে একটি দ্বীপে। শিশুটির বাবার একটাই ভয় তাঁর বড় সন্তান যেভাবে মারা গিয়েছে তাঁর ছোট সন্তানও যেন সেভাবে চলে না যায়। ২২ বছরে এসেও একজন পুরুষের দেহে যেন আশিষ একটি শিশু। তার জীবন আবর্তিত হয় তার মায়ের দেওয়া শিক্ষা এবং তার আইডল মেসিকে ঘিরে। ওই ছোট্ট দ্বীপটি তার জগৎ। এরপর ২০২২💝 সালের বিশ্বকাপে মেসিকে সামনে দেখে দেখার আশায় সে ঘর ছাড়ে। সমর্থন করে তার মাও। সেই প্রথমবার সে সেই দ্বীপের বা♛ইরে পা রাখে। তারপর সেই যাত্রাপথে সে কীভাবে নিজেকে খুঁজে পায়, নিজের ভালো লাগা, পারা না পারা বুঝতে পারে সেটা নিয়েই এই ছবি।
নতুন কাজ নিয়ে নেহা জানি♓য়েছেন, 'এটা আমার কাছে রূপকথার থেকে কিছু কম না। এক চরিত্রটা যেমন চ্যালেঞ্জিং তেমনই সুন্দর। আমি ভীষণ খুশি যে আলি এই চরিত্রটার জন্য আমাকে বেছে নিয়েছে।'