অক্ষয় কুমারের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, তবুও আক্ক▨ি নাকি তাঁর বন্ধু নন। সম্প্রতি পরেশ রাওয়🔯ালের এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছিল চর্চা। পরেশ বলেছিলেন যে অক্ষয় তাঁর বন্ধু নন বরং একজন সহকর্মী। তাঁর এমন মন্তব্যে অনেকেই ভেবেছিলেন তাঁরা দুজনে একসঙ্গে বহু সিনেমাতে কাজ করলেও পর্দার বাইরে তাঁদের সম্পর্ক হয়ত ভালো নয়। তবে এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন পরেশ রাওয়াল।
ঠিক কী বললেন পরেশ রাওয়াল?
Bollywood Hungama-র সঙ্গে কথা বলতে গিয়ে পরেশ বলেন, 'মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি শ♈ুধুই বলেছিলা✱ম যে উনি একজন সহকর্মী। আসলে যখন আপনি কাউকে বন্ধু বলেন, তার মানে আপনি তাঁর সঙ্গে মাসে ৫-৬ বার দেখা করেন এবং তাঁদের সঙ্গে আপনি সপ্তাহে অনেকবার কথা বলেন। এছাড়া আমি সামাজিক (social) নই, অক্ষয়ও নন, তাই একে অপরের সঙ্গে পার্টি (party) করাও সম্ভব নয়। এ কারণেই আমি তাঁকে সহকর্মী বলেছি। কিন্তু লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে? কিন্তু কিছুই হয়নি।'
পরেশকে আবাওর জিগ্গেস করা হয়, অক্ষয় কি তাঁর সাক্ষাৎকারটি দেখেছেন? এই প্রশ্নে অভিনেতা বলেন, 'না, উনি বেশ শান্ত (cool) মানুষ। অক্ষয় এবং আমি একসঙ্গে ১৫-২০ টি ছবিতে কাজ করেছি। তব🥂ে তাঁকে ভালো বন্ধু বা💞নানো যেতেই পারে।'