বেদান্তকে বলতে শোনা যায়, ‘হাই, আমি বেদান্ত মাধবন, আজ আমি গালাদারী মোটর ড্রাইভিং সেন্টারে আছি। আমি সবেমাত্র আমার গাড়ি চালানোর থিওরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর এখন আমি কীভাবে গাড়ি চালাতে হয় তা শিখতে আমার প্রশিক্ষকের সঙ্গে আছি। … আমি আমার (ড্রাইভিং) লাইসেন্স পাওয়ার জন্য অপেক্ষা করছি।’
মাধবন পুত্র বেদান্ত
সাঁতারে চ্যাম্পিয়ন, দেশের হয়ে এনেছেন একের পর এক পদক। আর এবার মাধবনের ছেলে বেদান্ত মাধবন ড্রাইভিংও শিখে ফেললেন দিব্যি। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বেদান্তের গাড়ি চালানোর একটি ভিডিয়ো। দুবাই-ভিত্তিক ড্রাইভিং স্কুল গালাদারি মোটর ড্রাইভিং সেন্টারের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে বেদান্ত মাধবন তাঁর ড্রাইভিং প্রশিক্ষকের সঙ্গে একটি সাদা পোর্শে বসে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। মাধবন পুত্রের পোর্শে গাড়ি চালানো দেখে নানান প্রতিক্রিয়া উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
তারকা সন্তান বেদান্ত, যিনি কিনা প্রায়শই মাধবনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যান, তাঁকে সাদা টি-শার্ট এবং কালো শর্টস পরে বিলাসবহুল পোর্শে গাড়িতে উঠতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘হাই, আমি বেদান্ত মাধবন, আজ আমি গালাদারী মোটর ড্রাইভিং সেন্টারে আছি। আমি সবেমাত্র আমার গাড়ি চালানোর থিওরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর এখন আমি কীভাবে গাড়ি চালাতে হয় তা শিখতে আমার প্রশিক্ষকের সঙ্গে আছি। আমি এই আশ্চর্যজনক পোর্শে চালাচ্ছি এবং আমি আমার (ড্রাইভিং) লাইসেন্স পাওয়ার জন্য অপেক্ষা করছি।’ প্রসঙ্গত, বেদান্তকে যে গাড়িতে বসতে দেখা গিয়েছে সেই গাড়ির দাম ৯০ লক্ষ টাকা থেকে দেড় কোটি টাাকার মধ্যে।