‘এমনও দিন গেছে লোক আমাকে নগদ টাকা ভর্তি ডাফেল ব্যাগ এনে প্রস্তাব দিয়েছে, তবে আমি সেই বড় অঙ্কের টাকাও ফিরিয়েছি।’ বলেছি, আমি এই শোয়ে আমার আগ্রহ নেই, পাইলট প্রোজেক্ট দেখেই আগ্রহ বোধ করছি না তো পরে কী করব!' ১৯৯০-এর দশকে লক্ষ লক্ষ টাকা দিতে চেয়েছে। অনেকেই ৯০ এর দশকে এই টাকার কথা হয়ত শোনেওনি।'
রোহিত রায়
৯০-এর দশকে টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় নাম। একসময় ফিল্মি তারকাদের থেতেও বেশি জনপ্রিয় ছিলেন রোহিত রায়। আর এই জনপ্রিয়তাই একসময় তাঁর পতনের কারণ ছিল। বহু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করে নিলেন রোহিত রায়।
সাক্ষাৎকারে রোহিত রায় বলেন, ‘এক সময় আমি সিনেমার দুনিয়ার তারকাদের থেকেও বেশি জনপ্রিয় ছিলাম। আর তাতেই আমি একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম।’ রোহিত টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁর রাজত্ব করার দিনগুলির কথা স্মরণ করে বলেন, ‘আমি এখনও নিজের কাজ আন্তরিকতার সঙ্গেই করছি। কিন্তু একসময় আমি ভাবতে শুরু করেছিলাম আমার মাথায় মিডিয়ার হাত আছে। একসময় আমি এত বাজে বাজে কাজ করেছিলাম তারপরেও TRP পেয়েছি, ২২,২৪,২৬। তাই আমার মনে হয়েছিল যে আমি যেটা করব, সেটাই মানুষ দেখবে।’
রোহিত বলেন, ‘আমার ছবি বাছাই টা খারাপ ছিল। আমি যে ধরনের লোকদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তা ভুল ছিল। শুরুর দিকে আমি যে চিত্রনাট্য বেছে নিয়েছিলাম তা খারাপ ছিল। আমার পছন্দগুলি খারাপ ছিল তারপরেও ভেবেছিলাম, আমি থাকলেই লোক দেখবে।’ প্রসঙ্গত রোহিত রায় ‘আঁখোঁ মে তুম হো’, ‘কোই কিসিসে কম নাহি’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
পুরনো দিনের কথা স্মরণ করে রোহিত বলেন, ‘এমনও দিন গেছে লোক আমাকে নগদ টাকা ভর্তি ডাফেল ব্যাগ এনে প্রস্তাব দিয়েছে, তবে আমি সেই বড় অঙ্কের টাকাও ফিরিয়েছি।’ বলেছি, আমি এই শোয়ে আমার আগ্রহ নেই, পাইলট প্রোজেক্ট দেখেই আগ্রহ বোধ করছি না তো পরে কী করব!' ১৯৯০-এর দশকে লক্ষ লক্ষ টাকা দিতে চেয়েছে। অনেকেই ৯০ এর দশকে এই টাকার কথা হয়ত শোনেওনি। তারপরেও আমি প্রস্তাব ফিরিয়েছি।'
রোহিত বলেন, ‘শেখর সুমন আমাকে প্রায়ই বলতেন তুমি পাইলট প্রোজেক্ট করো না কেন? আমি বলতাম পাইলট করে লাভ কী! উনি বলতেন, কেন আপনি একটা বাংলো বানাবেন। কিন্তু আমি তা করিনি। এখন মনে হয় ভুল করেছি। করা উচিত ছিল।’