দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন সাহিল খান। দুবাইয়ে বুর্জ খলিফার সামনে মিলেনা আলেকজান্দ্রার সঙ্গে বিয়ে করেন তিনি। ১৪ ফেব্রুয়ারি নিজেদের বিয়ের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা, যেখানে মেয়ের বয়স দেখে রীতিমতো চমকে যান সকলে।
আর্মেনিয়ায় জন্মগ্রহণকারী মিলেনা সাহিলের থেকে প্রায় ২৬ বছরের ছোট। একদিকে সাহিলের বয়স যেখানে ৪৮ বছর, অন্যদিকে নববধূর বয়স ২২। বয়সের এত ব্যবধান থাকা সত্ত্বেও কেন মিলেনাকে বিয়ে করলেন অভিনেতা? কী সাফাই দিলেন সাহিল?
সম্প্রতি বোম্বে টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলার সময় সাহিল বলেন, ভালোবাসা বয়স,ধর্ম কিছুই দেখে না। একে অপরের প্রতি বোঝাপড়া থাকলেই জীবন সুন্দর হয়। আমি যখন মিলেনার সঙ্গে দেখা করি, তখন ওর বয়স ছিল মাত্র ২১ বছর। এত বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হই।
আরও পড়ুন: রাজ-শুভশ্রীকে নকল? ১ম বিবাহবার্ষিকীতে প্রকাশ্যেই শ্রীময়ীর ঠোঁটে ঠোঁট ডোবালেন কাঞ্চন
আরও পড়ুন: ‘তাহসানের বউ রোজা বড় হাঁ করে, মুখের ভিতর…’! পোস্ট তসলিমার, কী বলতে চাইলেন লেখিকা
অভিনেতা বলেন, আমাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠার পর আমরা একে অপরের পরিবারের সঙ্গে দেখা করি। বাগদান পর্ব সারি, অবশেষে বিয়ে। আমরা এখন সুখী দম্পতি। আমি শুধু এটুকুই বলতে চাই,আপনাদের সকলের থেকে আমরা আগামী জীবনের জন্য আশীর্বাদ চাই।
সাহিল বলেন, ওর সঙ্গে প্রথম দেখা হয়েছিল একটি রেস্তোরাঁয়। ও মায়ের সঙ্গে ডিনার করতে এসেছিল, আমিও বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম। ওকে প্রথম দেখেই আমার পছন্দ হয়ে যায়। আমি ওর কাছে গিয়ে মডেলিং ফটোশ্যুটের প্রস্তাব দি, ও খুব নম্রভাবে তা প্রত্যাখ্যান করে দেয়।
সাহিল বলে চলেন, ও শুধু প্রত্যাখ্যান করে তা নয়, ও আমাকে বলে আমি বিয়ে করার জন্য সঠিক পুরুষের সন্ধান করছি। আমি সংসার করতে চাই এবং সন্তান প্রতিপালন করতে চাই। ওর সরলতা এবং সততা দেখে আমি ওর প্রতি আকৃষ্ট হই এবং সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নি যে আমি ওকে বিয়ে করতে চাই।
আরও পড়ুন: ISPL-এর ফাইনাল দেখতে মেয়ে নীতারাকে নিয়ে হাজির, অমিতাভকে দেখতে পা ছুঁয়ে প্রণাম করলেন অক্ষয়
আরও পড়ুন: কঙ্গনার রেস্তোরাঁয় মিলবে নিরামিষ ও আমিষ খাবার, দাম কত? মধ্যবিত্ত কি পারবে সেখানে খেতে?