বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif attacker Shariful: ‘ও এমন কাণ্ড ঘটাতে পারে….’, সইফের হামলাকারীর সঙ্গে একই হোটেলে কাজ,কী বলছে রোহমত?
পরবর্তী খবর
রবিবারই সাইফ আলি খানের হামলাকারী শরিফুল ইসলাম শাহজাদকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক হওয়ায়। বৃহস্পতিবার ভোর রাতে সইফ-করিনার বাড়িতে ডাকাতির চেষ্টার পর অভিনেতার উপর ৬ বার ছুরির কোপ মারে অভিযুক্ত। এরপর গত কয়েকদিনে ৫০০-র বেশি সিসিটিভি স্ক্যান করে এবং প্রায় ৩০ একর জায়গা স্ক্যান করার পর শাহজাদকে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন-'বাংলাদেশি বলেই মামলা ঘোরানোর চেষ্টা চলছে', সইফের হামলাকারী ওপার বাংলার, মেনে নিল অভিযুক্তর উকিল