সারা আলি খান মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ভিরা দেশাই রোডে অবস্থিত সিগনেচার বিল্ডিং নামে পরিচিত একটি বিল্ডিংয়ে দুটি বাণিজ্যিক ইউনিট কিনেছেন।
রোজগারের জন্য বাবার দেখানো পথেই হাঁটছেন সারা আলি খান।
বলিউড অভিনেত্রী সারা আলি খান ২২.২৬ কোটি টাকায় মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে এলাকায় দুটি বাণিজ্যিক অফিস স্পেস কিনেছেন, FloorTap.com নথি থেকে সামনে এসেছে সেরকমই তথ্য।
অভিনেতারা মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের বীরা দেশাই রোডে অবস্থিত সিগনেচার বিল্ডিং নামে পরিচিত একটি বিল্ডিংয়ে বীর সাভারকর প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে নবম তলায় দুটি বাণিজ্যিক ইউনিট কিনেছেন।
প্রতিটি সম্পত্তির চুক্তির মূল্য ১১.১৩ কোটি টাকা এবং প্রদত্ত স্ট্যাম্প শুল্ক ৬৬.৮ লক্ষ টাকা। প্রতিটি ইউনিটের বিল্ট আপ এরিয়া ২ হাজার ৯৯ বর্গফুট এবং কার্পেট এরিয়া ১ হাজার ৯০৫ বর্গফুট।২০২৪ সালের ১০ অক্টোবর নথি রেজিস্ট্রি করা হয়। ইউনিটগুলিতে তিনটি গাড়ি পার্কিং রয়েছে। গত বছরের জুলাই মাসে একই ভবনের চতুর্থ তলায় মায়ের সঙ্গে একটি অফিস কিনেছিলেন অভিনেত্রী। লেনদেনটি ছিল ৯ কোটি টাকা, এবং তিনি ৪১.০১ লক্ষ স্ট্যাম্প ডিউটি প্রদান করেছিলেন। চুক্তিটি তিনটি গাড়ি পার্কিং স্পেস নিয়ে এসেছিল। সম্পত্তির বিক্রেতা ছিলেন ঐশ্বর্য প্রপার্টি অ্যান্ড এস্টেটস প্রাইভেট লিমিটেড।
অভিনেতাদের মধ্যে সম্পত্তিতে বিনিয়োগ কোনো নতুন ঘটনা নয়। বরং সারার বাবা সইফ একবার কপিল শর্মার শো-তে এসে নজেই জানিয়েছিলেন যে, একটা সময় ছিল যখন ভাড়াটেরা ছোটখাটো সমস্যার জন্য তাঁকে ফোন করে নালিশ জানাতো। কখনও এসি খারাপ, কখনো জল পড়ছে না বাথরুমে। শেষে তিনি এগুলো দেখাশোনার জন্য একটা লোক রাখেন। সেই সময় মস্করা করে নিজেকে ‘ছোটা বাড়িওয়ালা’ বলেও মস্করা করেন।
বলে রাখা ভালো, সারা কিন্তু বড্ড হিসেবি। এই নিয়ে তাঁর সহকর্মীরাও বেশ হাসিঠাট্টা করেন। এমনকী, সারা নিজেও বলেন, তিনি কিপটে। একসময় ভিকি কৌশল ফাঁস করেছিলেন শ্যুটের মাঝে তিনি হঠাৎ দেখেন মা অমৃতা সিংকে খুব বকাঝকা দিচ্ছে সারা। এরপর তিনি যখন জানতে চান, কী হয়েছে, কারণ শুনে চমকে যান। অমৃতা নাকি অনেক টাকা দিয়ে তোয়ালে কিনেছে। আর এভাবে মা টাকা নষ্ট করুক, একদম পছন্দ না সারার। এই নিয়েই সেইসময় মাকে শাসন করছিলেন। নবাব-পৌত্রির এহেন কাজ বেশ অবাকই করেছিল ভিকিকে। যা তিনি নিজের মুখে জানিয়েছিলেন কপিল শর্মার শো-তে।