মুম্বইয়ের সাত-তারা হোটেলে বসেছিল দম্পতির গ্র্যান্ড রিসেপশন পার্টি। বিয়েতে সাবেকি সাজে নজর কাড়ার পর এদিন একদম পশ্চিমী পোশাকে ধরা দিয়েছেন নবদম্পতি। গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। গোটা ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা সিড-কিয়ারার বিয়ের রিসেপশনে আমন্ত্রিত ছিলেন।
দম্পতির বন্ধু এবং ডিজাইনার মণীশ মালহোত্রার শেয়ার করা নতুন ভিডিয়োতে দেখা গিয়েছে, পিয়ানোবাদক হালকা সুরে পিয়ানো বাজাচ্ছেন। তিনি লেখেন, ‘খুব সুন্দর সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি’। চারপাশে স্বপ্নের মতো সাদা ফুলের সাজসজ্জা। সাদা ফুল দিয়ে সাজানো প্রবেশদ্বার অন্দরের শোভাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।