দিদি নম্বর ওয়ানে রবিবার রাতে বসেছিল সুরেলা সফর। সমস্ত গায়িকারা এদꦕিন দিদির মঞ্চে অংশ নিয়ে🧜ছিলেন। এসেছিলেন সারেগামাপা খ্যাত চন্দ্রিকা ভট্টাচার্য, অন্বেষা দত্ত, এছাড়া ছিলেন সুস্বাতী মল্লিক, প্রমুখ। তাঁদের সঙ্গে আড্ডায়, গানে জমে উঠেছিল এদিনের সন্ধ্যা। সেখানেই মজার মজার কথা শোনান গায়িকা সুস্বাতী।
দিদি নম্বর ওয়ানে কী বললেন সুস্বাতী?
এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন গায়িকা তথা মডেল সুস্বাতী মল্লিক। তাঁকে দেখেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় মজা করে জিজ্ঞেস করেন, 'কী রে বাড়িতে মাকে সাহায্য করিস?' তিনি সঙ্গে ঘাড় কাত করে জানান 'হ্যাঁ করি তো।' তারপর রচনা ফের তাঁকে জিজ্ঞেস করেন যে 'রান্নাবাꦰন্না পারিস কিছু? করিস কিছু?' উত্তরেও তিনি বলেন, 'হ্যাঁ, হ্যাঁ, সব পারি। সব।' 'কী কী পারিস 🐲করতে?' জিজ্ঞেস করতেই তিনি বন্ধুদের জিজ্ঞেস করেন 'আরে কয়েকটা খাবারের নাম বল।' শেষ পর্যন্ত তিনি জানান প্রতিবার ব্যাংকক থেকে আসার সময় যে তেঁতুল নিয়ে আসেন সেটার সঙ্গে চিনি মিশিয়ে খাওয়াবেন রচনাকে।
আরও পড়ুন: 'আগে ছেলের কাজের ভুল ধরুক', অ্যানিম্যাল বিতর্কে জাভেদ আখতারকে পাল্টা জবাব 𒐪পরিচালক সন্দ♒ীপ রেড্ডি ভাঙার
আরও পড়ুন: হেলিকপ্টারে করে অটোগ্রাফ দিতে যেতেন শানু! ইন্ডিয়ান আইডলে এসে পুরনো স্মৃতিতে ডু🧜বলেন শাহি✨দ
এটা শুনেই মজা পেয়ে যান সঞ্চালিকা। তিনি বলেন, 'ঠিক আছে, আগে আমাকে খাওয়াবি, তারপরও তাকে খাওয়াবি যে তোর মোবাইল ধরে।' এটা শুনে তিনি একই রকম মজার ছলে জানান🃏, 'সে জানে। সে বুঝে গে📖ছে। আমার উপর আর ওর কোনও প্রত্যাশা নেই।'
কে কী বলছেন?
অনেকেই বিরক্ত হয়েছেন তাঁর এই কথা শুনে। এক ব্যক্তি লেখেন, 'খুব বাহাদুরি। খেতে লজ্জা করে 𝔉না কিন্তু রান্না করতে করে। রান্না যেন কেবল কাজের লোকদের কাজ।' যদিও কেউ কেউ আবার ভারী মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে।ꦿ
আরও পড়ুন: সারা দুনিয়া শুধু নয়,𝔉 বিধু বিনোদ চোপড়ার স্ত্রী ফিল্ম সমালোচক অনুপমাও বলেছিলেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমা হলে ফেল করবে!
আরও পড়ুন: 'মুখে ৪ ইঞ্চির মেকআপ লাগিয়ে...' দাদাগিরির প্রশ্নে সাবিত্রী🐽 চট্টোপাধ্যায়কে চিনতে না পারায় পূজাকে তুলোধনা নেটপাড়ার