Soumitrisha Kundu on Pradhan: উত্তরবঙ্গে শুটিং চলছে দেবের আগামী ছবি প্রধানের। সেই ছবিতেই প্রথমবার বড় পর্দায় কাজ করলেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা। দেবের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা কেমন জানালেন তিনি।
প্রধানের শুটিংয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা সৌমিতৃষার!
সাম্প্রতিককালে জি বাংলার অন্যতম হিট ধারাবাহিক ছিল মিঠাই। কয়েক মাস আগেই শেষ হয়েছে এই ধারাবাহিকের পথ চলা। এখানেই নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। ধারাবাহিক শেষ হতে না হতেই তাঁর কাছে আসে বড় পর্দায় কাজ করার সুযোগ। দেবের বিপরীতে তাঁকে কাস্ট করা হয় প্রধান ছবিতে। বর্তমানে সেই ছবির শুটিং চলছে উত্তরবঙ্গে। দেবের সঙ্গে এখানে সোহমকেও দেখা যাবে। সৌমিতৃষা তো মাঝে মাঝেই শুটিংয়ের ফাঁকে ফাঁকে রিল বানাচ্ছেন। শুটিং এবং তাঁদের কাজের পরিবেশের টুকরো ঝলক দেখাচ্ছেন। ডুয়ার্সের মূর্তি নদীর কাছে এখন তাঁদের শুটিং চলছে, সেখানকার একটি হোটেলেই আছে প্রধান ছবির গোটা টিম। এখানে কাজ করতে গিয়ে কী কী দেখেছেন, কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সবটাই জানালেন অভিনেত্রী।
এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, 'ছোট পর্দা আর বড় পর্দায় কাজের অনেক তফাৎ আছে। এখানে শুটিংয়ে আমার সঙ্গে আমার মাও আছেন। ফলে সময় পেলেই মায়ের সঙ্গে ভালো সময় কাটাচ্ছি।' তিনি কথায় কথায় আরও জানান যে উত্তরবঙ্গে এখনও কয়েকদিনের শিডিউল বাকি, তারপর গোটা টিম কলকাতায় ফিরে আসবে, সেখানেই বাকি শুটিং হবে।
দেবের বিপরীতে এটা তাঁর প্রথম কাজ। টলিউডের অন্যতম সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? উত্তরে অভিনেত্রী জানান, 'ভীষণ ভালো। দেবদা খুব হাসিখুশি। গোটা সেট মাতিয়ে রাখে। মিঠাইয়ে যখন কাজ করছিলাম তখন অনেক কথা হতো, এখন অত বকবক করি না।'