1 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 10:52 PM ISTSubhasmita Kanji
Sriparna Roy: বিয়ে করলেন গাঁটছড়া ধারাবাহিকের রুক্মিণী, থুড়ি রুশালি। ওরফে বাস্তবের শ্রীপর্ণা। তাঁর বিয়েতে হাজির ছিলেন গাঁটছড়া ধারাবাহিকের একাধিক অভিনেতারা।
বাস্তবে গাঁটছড়া বাঁধলেন শ্রীপর্ণা
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। গাঁটছড়া ধারাবাহিকে কদিন আগে রুক্মিণী হয়ে ঋদ্ধিমানকে বিয়ে করার পর এবার বাস্তবে গাঁটছড়া বাঁধলেন তিনি। তাঁর বিয়েতে হাজির ছিলেন এই ধারাবাহিকের একাধিক অভিনেতা, অভিনেতারা।
বিয়ে করলেন শ্রীপর্ণা
শ্রীপর্ণা রায়কে বর্তমানে গাঁটছড়া ধারাবাহিকে দেখা যাচ্ছে। শোলাঙ্কি সরে যাওয়ার পর এখানে মুখ্য নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে একটি নয়, দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শ্রীপর্ণা রায়কে, তাঁর চরিত্র দুটোর নাম রুক্মিণী এবং রুশালি। পর্দার পর এবার বাস্তবেও গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী।
লাল বেনারসি, ম্যাচিং ব্লাউজের সঙ্গে সোনার গয়নায় এদিন সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল শোলার মুকুট এবং নববধূর সাজ। তাঁর বিয়েতে হাজির ছিলেন গাঁটছড়া ধারাবাহিকের একাধিক অভিনেতা, অভিনেতারা। এদিন রিয়াজ লস্কর ওরফে গাঁটছড়ার কুণাল শ্রীপর্ণার বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান অভিনেত্রীকে। সেই ছবিতেই তাঁর সঙ্গে দেখা যায় অনুষ্কা গোস্বামী, কমলিকা মজুমদার এবং কথা চক্রবর্তীকে।