শুভশ্꧙রী গঙ্গোপাধ্যায় মাত্র বছর খানেক আগেই দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন। তাঁর এবং রাজের সংসারে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান, মেয়ে। ইয়ালিনির জন্মের কয়েক মাসের মধ্যেই মাতৃত্বকালীন ফ্যাট ঝরিয়ে একেবারে আ🅷গের চেহারায় ফিরে গিয়েছেন অভিনেত্রী। ছিপছিপে তন্বী হয়ে ওঠার নেপথ্যে কী ছিল এদিন সেটাই জানালেন রাজ ঘরণী।
আরও পড়ুন: 'অর্গানিক হিটের' গল্প নেই, বহুরূপী পেরিয়ে গেছিল টেক্কাকে, বছর শেষে মানলেনও 'স্পোর্টিং' সৃজিত
আরও পড়ুন: পারফরমেন্সের মাঝেই অরিজিৎকꩵে তাক করে হু💟ডি ছুঁড়ল ভক্ত! গান থামিয়ে এটা কী করলেন গায়ক?
কী জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়?
সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেয়ে হওয়া পর ওজন কমানোর গল্প ফাঁস করলেন আনন্দবাজারের কাছে।🎐 সেখানে অভিনেত্রী বলেন, 'আমি মানসিক ভাবে তৈরি ছিলাম যে আমায় রোগা হতেই হবে, কারণ আমি নিজেকে সবসময় রোগাই দেখেছি ছোট থেকেই। আমি ইয়ালিনিকে নিয়ে যখন কনসিভ করেছিলাম তখন আমার প্রথম দিন থেকেই প্ল্যান রেডি ছিল যে কী কী সময় আমি কী কী জিনিস করব। এবং কীভাবে ওজন কমাবো।'
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আরও বলেন, 'আমি সেভাবেই আমার পুষ্টিবিদের সঙ্গে আমি কথা বলেছিলাম, সব কিছু করেছিলাম। তোমাদের হয়তো মনে হচ্ছে সবটা খুব তাড়াতাড়ি হল, কিন্তু প্রসেসটা আমি অনেকদিন ধরে শুরু করেছি। ধীরে ধীরেই আমি কিন্তু কর✱েছি। ন্যাচরাল প্রসেসে করেছি।'
যাঁরা ফিগার সচেতন, ওজন কমাতে চান তাঁদের জন্যও এদিন বিশেষ বার্তা দেন শুভশ্রী। বলেন, ফিগার সচেতন হতে হলে স্বাভাবিক ভাবেই শরীরের যত্ন নিতে হবে। আনন্য🙈াচরাল কোনও কিছু করলে হবে না। ফিগার সচেতন হতে হলে আগে স্বাস্থ্য সচেতন হতে হবে, মত শুভশ্রীর।
শুভশ্রীর কাজ
শুভশ্রী গঙ্গোপাধ্যায𝄹়কে শেষবার সন্তান ছবিতে দেখা গিয়েছে। রাজ চক্রবর্তী পরিচালিত সেই ছবিতে অভিনেত্রী উকিলের চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অহনা দত্ত, প্রমুখ। বক্স অফিসে বেশ ভালোই সাড়া পেয়েছে ছবিটি।
আরও পড়ুন: বক্স অফিসে দাপট দেখাচ্ছে খাদান, প্রযোজক 🐭রান✱েকে পাশে বিয়ে কেক কাটলেন দেব!