KGF তারকা তিনি, এই নামেই তাঁর পরিচিতি। KGF করে সারাদেশে শোরগোল ফেলে দিয়েছিলেন দক্ষিণের যশ। তবে ৮ জানুয়ারি, বুধবার কেজিএফ তারকার জন্মদিন। তবে নিজের এই জন্মদিনে একী কাণ্ড করলেন তারকা? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যশের কাণ্ডকারখানা।
যশের কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনদের প্রশ্ন, এমনিতে অতিব ভদ্র বলেই তো হয়, যশ জন্মদিনে এসব কী করছেন! এতো বড়াই 'টক্সিক'! হ্যাঁ, টক্সিকই বটে। কারণ, এই সবটাই ঘটেছে 'টক্সিক' ছবির টিজারে। ৮ জানুয়ারি যশ-এর জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর সিনেমার এই টিজার। অর্থাৎ যা ঘটেছে সবই রিলে, রিয়েলে কিছুই ঘটেনি। আর তা নিয়েই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে।
আরও পড়ুন-২০১১-র শহিদ দিবসে 'পাগলু ডান্স' বিড়ম্বনা! এতদিনে সাফাই দিলেন দেব, বললেন, ‘সেদিন আসলে…’
গীতু মোহনদাসের পরিচালনায় 'টক্সিক' ছবিতে অভিনয় করলেন যশ। এই সিনেমার প্রযোজনার অংশীদার সুপারস্টার। শোনা গিয়েছিল, যশের এই ছবির মাধ্যমেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন করিনা কাপুর খান। তবে ডেট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন করিনা। পরে করিনার জায়গায় শোনা যাচ্ছিল কিয়ারা আডবানির নাম। যদি ছবির টিজারে নায়িকার দেখা মেলেনি।
এদিকে গত বছর 'টক্সিক'-এর শ্যুটিং নিয়ে দক্ষিণে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেসময় সময় বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত একাধিক গাছ কাটা হয়েছে। তা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডর, তিনি সেসময় কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। এমনকি ২০২৪ সালের নভেম্বর কর্ণাটকের বনদপ্তরের পক্ষ থেকে ছবির প্রযোজকদের বিরুদ্ধে FIRও করা হয়েছিল। তবে তারপর থেকে এবিষয়ে আর তেমন কিছু জানা যায়নি। এদিকে আবার ২০২৫এ নতুন বছরেই কেজিএফ তারকা যশের ‘টক্সিক’ মুক্তি পাওয়ার কথা। তবে তার আগে টিজারেই ঝড় তুললেন এই দক্ষিণী তারকা।