বাংলা নিউজ > ঘরে বাইরে > Odisha Ambulance driver video: রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে নিজের ও রোগীর জন্য মদের পেগ তৈরি চালকের: Video
পরবর্তী খবর
Odisha Ambulance driver video: রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে নিজের ও রোগীর জন্য মদের পেগ তৈরি চালকের: Video
1 মিনিটে পড়ুন Updated: 21 Dec 2022, 10:52 AM ISTMd Aslam Hossain
অ্যাম্বুলেন্স চালকের নাম দিলীপ রথ। স্থানীয় এবং পথচারীরা এই ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হাইওয়ের পাশে পার্ক করা রয়েছে একটি অ্যাম্বুলেন্স। তার ভিতরে স্ট্রেচারের মধ্যে শুয়ে রয়েছেন একজন রোগী।
ভাইরাল ভিডিয়ো দেখে নেওয়া দৃশ্য।
অ্যাম্বুলেন্সে থাকা আহত রোগীকে মদের পেগ বানিয়ে দিচ্ছেন চালক। তিনি নিজেও মদ্যপান করছেন। এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সোমবার ওড়িশার জগৎসিংপুর জেলার তিরোল এলাকায় কটক-পারাদীপ এক্সপ্রেসওয়ের সরলা রোডের কাছে ঘটনাটি ঘটে। এরকম দৃশ্য দেখে অবাক অনেকেই। অনেকেই আবার ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি। আবার অনেকেই সমালোচনায় সরব হয়েছেন। যদিও চালক দাবি করেছেন, আহত যাত্রী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এবং তিনি নিজেই মদ্যপান করতে চেয়েছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন যখন চালককে জিজ্ঞেস করেন তখন চালক নিজেই দাবি করেন যে রোগী নিজেই পানীয় চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি পা ভাঙা রোগীকে চিকিৎসার জন্য পারাদীপ থেকে কটকের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। এটি একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স এবং একটি বিনামূল্যে পরিষেবা দেয়। কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়ার পরেই রোগী বারবার মদ খাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। রোগী বলছিলেন তিনি ব্যাথা অনুভব করছেন। তাই তিনি মদ্যপান করতে চান।’