পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে বহুদিন ধরেই প্রতিবাদে মুখর বালোচিস্তান। সদ্য সেখানে বালোচিস্তানের স্বাধীনতার পক্ষে সুর চড়া হয়েছে। এদিকে, পহেলগাঁও পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে জোরালো ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে ভারত। সেই আবহে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে এসে পৌঁছল বালোচগোষ্ঠীর নেতার চিঠি। সেই চিঠিতে রয়েছে একটি আর্জি।
বালোচ আমেরিকান কংগ্রেসের নেতা তারাচাঁদ বালোচ। তিনি বালোচিস্তানের প্রাক্তন মন্ত্রী। তিনি চিঠিতে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানালেন আর্জি। আর্জি হল,পাকিস্তানের নিপীড়ক শাসনের বিরুদ্ধে বালোচ জাতীয় প্রতিরোধকে নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন প্রদানের জন্য ভারতকে আহ্বান জানান। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর দফতরে দুটি আনুষ্ঠানিক চিঠি এসেছে ওই বালোচ নেতার তরফে। বালুচদের প্রতি ভারতের অতীত সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বিশেষ করে লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে বালোচিস্তান সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের উল্লেখ করেছেন তারাচাঁদ।
( শনি তাঁর এক চালেই অনেকের ভাগ্য ঘুরিয়ে দিতে চলেছেন! লাভের পাহাড় ৩ রাশিতে)
(বহু দশক পর বুধের রাশিতে ঘটতে চলেছে বিরল ঘটনা! লাভের অঙ্কে এগিয়ে ৩ রাশি)
( ভয়াবহ বিস্ফোরণ বালোচিস্তানে! বাজারের কাছে গাড়ি-বোমা ফেটে মৃত ৪, আহত বহু)