রবিবারের ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে ফের একবার রক্তাক্ত পাকিস্তানের বালোচিস্তান। উল্লেখ্য, বহু দিন ধরেই অশান্তি আর হিংসার আগুনে জ্বলছে বালোচিস্তান। কিছুদিন আগেই সেখানে পিপিপি পার্টির এক বিধায়কের কনভয় লক্ষ্য করে চলেছে বিস্ফোরক হামলা। এরপর রবিবার নতুন করে তপ্ত হয় বালোচিস্তান।
জানা গিয়েছে, রবিবার রাতে বালোচিস্তানের কেল্লা আবদুল্লা এলাকায় এই বিস্ফোরণ হয়। সেখানে বাজার এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ছিল বোমা। সেই গড়ির ভিতরে থাকা বোমা বিস্ফোরণের পরই ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। জানা গিয়েছে, বিস্ফোরণের পর প্যারামিলিটার ফোর্সের একটি ভবনের বাইরের দিকের দেওয়ালের অংশ ভেঙে পড়ে।
( দেশ জুড়ে তুঙ্গে ধরপাকড়! দক্ষিণের শহরে ধৃত ISর সন্দেহভাজন, ছক ছিল বিস্ফোরণের, কাশ্মীরে জালে কারা?)
( পাক বিদেশমন্ত্রী ছুটলেন চিনে, জয়শংকর পা রাখছেন ইউরোপের ৩ তাবড় দেশে! দিল্লির ফোকাসে কী?)