বিশ্ব বাজারে গ্যাসের দাম ৩০৩% বাড়লেও, ভারতে মাত্র ২৮% বেড়েছে,দাবি কেন্দ্রের Updated: 08 Dec 2022, 06:37 PM IST Soumick Majumdar হরদীপ সিং পুরি এর ব্যাখা করে বলেন আন্তর্জাতিক সৌদি চুক্তি মূল্য(SCP) অনুসারে এলপিজি-র দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে SCP ৩০৩% বেড়েছে। কিন্তু সেই হারে গার্হস্থ্য গ্যাসের দাম বৃদ্ধি পায়নি।