পাকিস্তানের মুখোশ খুলে দিতে বহুদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপান সফরে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর টোকিয়োতে প্রয়াত প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি। অভিষেকের এই কাজে খুশি হয়েছেন রাধাবিনোদ পালের পরিবারের এখনকার প্রজন্ম। রাধাবিনোদ পালের পৌত্র সুধীবিনোদ পাল সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন। আর স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালে রাজ্য সরকার কথা দিয়েছিল রাধাবিনোদ পালের নামে উত্তর কলকাতায় কোনও একটি রাস্তার নামকরণ হবে। কিন্তু এখনও সেটা হয়নি। এই বিষয়টি চোখে পড়তেই অভিষেক বিদেশ সফর থেকে ফিরেই রাধাবিনোদ পালের পরিবারের সঙ্গে কথা বলবেন। এমনকী যাতে রাস্তার নামকরণ হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলবেন বলে সূত্রের খবর।
শুধু তাই নয়, বিদেশের মাটিতে পা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধী, রাসবিহারী বসুকে। তার সঙ্গে রাধাবিনোদ পালকেও শ্রদ্ধা জানান অভিষেক। ২০২৪ সালে রাজ্য সরকারের উদ্যোগেই রাধাবিনোদ পালের স্মৃতিতে একটি কনক্লেভ হয়েছিল। সেখানেই রাস্তার নামকরণের বিষয়টি নিয়ে কথা দেওয়া হয়েছিল প্রাক্তন বিচারপতির পৌত্রকে। জাপানের ঘটনার প্রেক্ষিতে আবার পুরনো বিষয় সামনে চলে এসেছে। তাই পৌত্র সুধীবিনোদ রাজ্য সরকার ও কলকাতা পুরসভার কাছে আর্জি জানিয়েছেন, রাস্তার নামকরণ দ্রুত করার জন্য।
আরও পড়ুন: দৌলতাবাদে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা, লাঠিচার্জ করল পুলিশ
বাম জমানায় বাংলার ওই প্রাক্তন বিচারপতি সেভাবে সম্মানিত হননি। তৃণমূল কংগ্রেস সরকার তা করতে চায়। তাই টোকিও’তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন নতুন পথ খুলে দিল। অভিষেক চান, রাধাবিনোদ পালের নামে কলকাতা শহরে রাস্তা হোক। যাতে তাঁকে সবার কাছে আবার স্মরণীয় করে তোলা যায়। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। রাধাবিনোদ ১৯৫২ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের আইন কমিশনের সদস্য ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘টোকিয়ো ট্রায়াল’–এর অন্যতম বিচারপতি ছিলেন তিনি। রাধাবিনোদই একমাত্র বিচারপতি, যিনি তাঁর রায়ে জানিয়েছিলেন যুদ্ধ অপরাধে অভিযুক্ত সকলেই দোষী নন।
এই রায়ের পর থেকেই তাঁকে অন্য চোখে দেখা হয়। এভাবেও যে ভাবা যায় তা শিখিয়ে ছিলেন তিনি। এখন সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিশ্বকে জানাতে ভারত থেকে সাতটি বহুদলীয় প্রতিনিধিদল নানা দেশে ঘুরছে। তারই একটি দলের সদস্য হিসাবে অভিষেক প্রতিনিধিত্ব করছেন জাপানে। আর জাপানের মাটিতে দাঁড়িয়েই অভিষেক বলেছেন, ‘আমি বিরোধী দলের সাংসদ। কিন্তু দেশের বিষয়ে ভারত ঐক্যবদ্ধ। সন্ত্রাসবাদীরা যদি খ্যাপা কুকুর হয়, তা হলে পাকিস্তান তার হিংস্র মনিব।’