সৌদি আরবে উমরাহ করতে যাবেন যাঁরা, তাঁদের জন্য এবার সুখবর। সৌদি আরবের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার উমরাহ করতে যাওয়ার জন্য যেকোনও ধরনের ভিসাকেই অনুমতি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তীর্থযাত্রীদের কাছে এটা খুশির খবর।
সৌদি আরবের সরকার ঘোষণা করেছে যেকোনও ভিসা নিয়েই আরবে উমরাহ করতে যাওয়া যাবে। ট্যুরিস্ট ভিসা, কিংবা ওয়ার্কিং ভিসা নিয়ে যাঁরা আসছেন তাঁরাও উমরাহ করতে পারবেন। এর আগে বলা হয়েছিল উমরাহ করার জন্য স্পেশাল ভিসা দরকার। তার মেয়াদও প্রায় ১ মাস।
এদিকে কেউ যদি উমরাহ করতে যেতে চান সেক্ষেত্রে তাঁদের প্রথম Eatmarna app এর মাধ্যমে নাম নথিভুক্ত করতে হয়। সৌদি ২০৩০ ভিসন অনুসারে সেদেশের সরকারের এটি একটি বিশেষ পরিকল্পনা।
উমরাহ বিষয়টি কী?
হজের থেকে একটু আলাদা এই উমরাহ। ১৫দিনের জন্য় এই জার্নি হয়। সৌদিতে যখন হজ হয় তখন অবশ্য উমরাহ হয় না। উমরাহের দিনগুলোতে তীর্থযাত্রীরা মক্কায় সাতদিন থাকেন ও মদিনায় সাত দিন থাকেন। এভাবেই তাঁদের ধর্মীয় আচারআচরণ পালন করেন।
হজের সঙ্গে উমরাহের কিছুটা ফারাক রয়েছে। এটা ঠিক একেবারে ইসলামের কর্তব্য নয় বরং এটি সুন্নাহ। একবার হজ করতে যাওয়া মুসলিমদের পবিত্র কর্তব্য। কিন্তু উমরাহটা তার ইচ্ছা ও পরিস্থিতির উপর নির্ভর করে।যদি কেউ উমরাহতে যাওয়ার খরচ বহন করতে পারেন তবে তিনি যেতেই পারেন।