তিনি মোটেও চেয়ার ছেড়ে কোথাও যাচ্ছেন না! তিনি তাঁর চেয়ারেই থাকছেন এবং তাঁর সঙ্গীসাথীরাও কেউ কোথাও যাচ্ছেন না! তিনি - অর্থাৎ - বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শোনা গিয়েছিল, তিনি নাকি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন! তা নিয়ে গতকাল (শুক্রবার - ২৩ মে, ২০২৫) দিনভর কম নাটক হয়নি। যদিও শেষমেশ ইউনুস তাঁর পদ ছাড়েনি। আর, আজ (শনিবার - ২৪ মে, ২০২৫) জানা গেল, তিনিও মোটেও পদত্যাগ করছেন না বা করবেন না। এবং তিনি এমন কিছু বলেননি!শনিবার হঠাৎ করেই বাংলাদেশের উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়। সেই বৈঠকের সভাপতিত্ব করেন মহম্মদ ইউনুস নিজেই। সব মিলিয়ে উপস্থিত ছিলেন মোট ১৯ জন উপদেষ্টা। এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ (স্থানীয় সময় অনুসারে) এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর ২টো ২০ মিনিট নাগাদ।বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন,'প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না।'ইউনুসের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে ওয়াহিদউদ্দিন মাহমুদের জবাব ছিল, 'উনি তো চলে যাবেন - বলেননি! উনি বলেছেন, আমরা যে কাজ করছি, আমাদের ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের অর্পিত দায়িত্ব ছেড়ে তো যেতে পারব না।'একইসঙ্গে অন্য উপদেষ্টাদেরও পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেন মাহমুদ। বলেন, 'প্রধান উপদেষ্টা অবশ্যই আমাদের সঙ্গে থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।'তিনি আরও জানান, 'বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাজ এগিয়ে নিতে গেলে যেসব প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বড় পরিসরে আগামী নির্বাচন ও সুসজ্জিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার, তা এগিয়ে নিতে আলোচনা করেছি।'যদিও বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে, সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান পরিকল্পনা উপদেষ্টা। তিনি শুধুমাত্র জানান, 'এ ক্ষেত্রেও যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।' তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য হল, 'এই সরকার অভ্যুত্থানের স্বপক্ষে, সকল শক্তির সমর্থনে এসেছে। আমরা তো স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব পূর্ব অভিজ্ঞতার দায়িত্বও না। আমাদের প্রতি পূর্ণ সমর্থন সবারই আছে।'