নিলামের প্রথমদিনে মোট ৯৭ খেলোয়াড়ের নিলাম হয়। তাঁর মধ্যে দল পাননি বেশ কয়েকজন তারকা। নিলামে অবিক্রিত থাকা তারকাদের মধ্যে অন্যতম হলেন সুরেশ রায়না, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা। অবিক্রিত অনেক ক্রিকেটারকেই আবার আজ নিলামে তোলা হতে পারে। তাঁদের মধ্যে কারা আজ দল পেতে পারেন? একনজরে সম্ভাব্য পাঁচ :