শিয়ালদার দক্ষিণ শাখার রেলযাত্রীরা অনায়াসে শিয়ালদা মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারেন। এবার শিয়ালদার উত্তর শাখার যাত্রীরাও সহজেই মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এর জন্য তৈরি হয়েছে নয়া টানেল। শীঘ্রই সেই ভূগর্ভ পথ জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।