মন্থর ব্যাটিংয়ের জন্য বরাবর সমালোচিত হন চেতেশ্বর পূজারা। অতীতেও প্রশ্নের মুখে পড়েছে তাঁর স্ট্রাইক রেট। এবার সিডনি টেস্টে ১৭৬ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলার পরেও কাঠগড়ায় তোলা হচ্ছে চেতেশ্বরকে।
যদিও এমন সমালোচনাকে বিশেষ পাত্তা দিতে চাইলেন না পূজারা। তৃতীয় দিনের খেলার শেষে চেতেশ্বর স্পষ্ট জানালেন, তিনি জানেন কীভাবে ব্যাট করতে হবে এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এর থেকে ভালো কিছু করা তাঁর পক্ষে সম্ভব ছিল না।
পূজারা এও জানান যে, প্যাট কামিন্সের বলে সিরিজে চারবার আউট হলেও কামিন্স রীতিমতো ভালো বল করে তাঁর উইকেট নিয়েছেন। বিশেষ করে সিডনিতে কামিন্সের যে বলটিতে তিনি আউট হয়েছেন, সেই বলে অন্য যে কোনও ব্যাটসম্যান আউট হতে পারতেন বলে দাবি চেতেশ্বরের।
তাঁর কথায়, ‘আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। তবে কখনও কখনও প্যাট কামিন্সের পরিকল্পনা অনেক পরিণত হয়ে দেখা দিচ্ছে। মাঝে মাঝে ও এমন কিছু বল করছে, যেগুলো খেলা যায় না। যে বলটায় আমি আউট হয়েছি, সেটাকেই উদাহরণ হিসেবে ধরা যায়। অন্য যে কোনও ব্যাটসম্যান ওই বলটায় আউট হতে পারত। আমার ধারণা, ওটা সিরিজের সেরা বল ছিল। ভালো বল হলে সেটা আপনাকে মেনে নিতেই হবে।’
পূজারা আরও বলেন, ‘আমি কামিন্সের বলে চারবার আউট হয়েছি। তবে ও সত্যিই ভালো বল করছে। সেটাকে সম্মান জানানো উচিত। সবমিলিয়ে নিজের ব্যাটিং নিয়ে আমি আত্মবিশ্বাসী। যেভাবে আমি ব্যাট করেছি, তাতে আত্মবিশ্বাসী হওয়াই স্বাভাবিক। আমি এর থেকে ভালো কিছু করতে পারতাম না। আমি যেভাবে ব্যাট করতে জানি, সেভাবেই আমাকে ব্যাট করতে হবে। বাকি বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।