সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী রিকি পন্টিংয়ের কাছে জানতে চেয়েছিলেন যে, ভারতের সামনে শেষ ইনিংসে কত রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়ে অস্ট্রেলি𒉰য়ার দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করা ঠিক হবে?
জবাবে পন্টিং জানান যে, অস্ট্রেলিয়ার লিড ই൩তিমধ্𝔍যে ৩১০। তিনি মনে করছেন না যে, ভারত সিডনি টেস্টের শেষ ইনিংসে ২০০ রানেও পৌঁছতে পারবে।
সুতরাং, পন্টিংয়ের দাবি ছিল, অস্ট্রেলিয়া যে কোনও সময়ে ডিক্লেয়ার করতে পারে। তাতে তাদের ম্যাচ জিততে অসꦡুবিধা হবে না✤।
সিডনির শেষ দিনে ভারতীয় দল ৩ উইকেটের বিনিময়ে ২০০ রানের গণ্ডি টপকে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পন্টিংকে খোঁচা দিলেন ওয়াসিম জাফর। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা একটি মিম পোস্ট করেন টুইটারে। পন্টিংয়ের মন্তব্যকে তুলে ধরে যাতে লেখা রয়েছে যে, পন্টিংয়ের এমন মন্তব্যের টুইটটি মুছে𒀰 ফেলার সঠিক সময় ছিল সেটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই। ডিলিট করার দ্বিতীয় সেরা সময় হল এখন।'
উল্ল♍েখ্য, চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্তের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ভারত সিডনি টেস্টের শেষ ইনিংসে অসাধারণ লড়াই উপহার দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।