ব্যাটিংয়ের সময় প্যাট ♋কামিন্সের বলে কনুইয়ে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, তাঁকে স্ক্যান কর🤡ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।
যদিও একা পন্তই নন, চোটের জন্য মাঠে নামেননি টিম ইন্♛ডিয়ার আরও এক তারকা। অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাট করার সময় স্টার্কের বলে বুড়ো আঙুলে চোট পান। তাঁকেও চোটের জায়গায় স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেꦛ বিসিসিআই।
ঋষভের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে উইকেটকিপিং করছেন ঋদ্ধিমান সাহা। জাদেজার বদলে পরিবর্ত ফিল্ডার হ༒িসেবে মাঠে নেমেছ𒆙েন মায়াঙ্ক আগরওয়াল।
ইনিংসের ৯৯তম ওভারে স্টার্কের চতুর্থ বলে ডিফেন্স করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান জাদেজা। ফিজিও এসে প্রাথ♌মিক শুশ্রুষা করে💮ন। পরে পুনরায় ব্যাটিং শুরু করেন তিনি। শেষমেশ জাদেজা ৩৭ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে জাদেজাই ভারতের হয়ে 🌺সেরা বোলিং করেন। তাই তাঁর মꦺাঠে না নামা নিঃসন্দেহে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পন্তের পরিবর্তে ঋদ্ধির কিপিং যদি ভারতের কাছে শাপে বর হয়ে দেখা দেয়, তবে জাদেজার না থাকা টিম ইন্ডিয়াকে সমস্যায় ফেলবে নিশ্চিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।