লণ্ডনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করলেন লিভারপুলের কোচ আর্নে স্লট। চলতি মরশুমে লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ প্রিমিয়র লিগে। রবিবারই তাঁরা ট্রফি জিতে সেলিব্রেশনে মাতেন। এরপর সোমবার ছিল তাঁদের বিজয় যাত্রা, কিন্তু সেখানেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা।
লিভারপুলের বিজয় মিছিলেই এক দুষ্কৃতি ইচ্ছাকৃতভাবে পরপর সমর্থকদের গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করেন। ইচ্ছাকৃতভাবেই গাড়ি দিয়ে লিভারপুলের সমর্থকদের হত্যা করার চেষ্টা করা হয়। যার জেরে প্রায় ৫০জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একাধিক সমর্থকের অবস্থা সঙ্কটজনক, যারা আপাতত সেখানকার হাসপাতালে ভর্তি রয়েছে।
এবার তাঁদের পাশে দাঁড়িয়েই অনুষ্ঠানে না যাওয়ার কথা জানালেন লিভারপুলের ম্যানেজার। এটাই ছিল আর্নে স্লটের এই ক্লাবে প্রথম মরশুম, আর সেখানে এসেই তিনি দলকে চ্যাম্পিয়ন করলেন। যে ব্যক্তি বা চালককে গাড়ি থেকে আটক করা হয়, তিনি মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না গিয়ে আর্নে স্লট একটি চিঠি লিখে জানিয়েছেন, ‘আমি এই সিদ্ধান্তটা হাল্কাভাবে নিচ্ছি না। কিন্তু পরিস্থিতির গুরুত্বের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তটা নিচ্ছি। ফুটবল সব সময়ই দ্বৈরথের ওপর ভিত্তির করেই প্রসারিত হয়েছে। কিন্তু এরকম পরিস্থিতিতে ফুটবলই বন্ধুত্বের বার্তা দেয় ’।
এদিকে লিভারপুলের প্রাক্তন কোচ য়ুরগেন ক্লপ বলেন, ‘এই ঘটনা এই শহরের ইতিহাসের একটা অন্যতম শ্রেষ্ঠ দিনকে নষ্ট করে দিল। একটা দিক ছিল যখন সকলেই আনন্দ করছি, বিজয় মিছিল করছিল যা অনবদ্য ছিল। আর তারপর যে ঘটনা ঘটল, সেটা থেকে বোঝা গেল যে ফুটবল ছাড়াও এই বিশ্বে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি জানি না, কেন আর কীভাবে এই ঘটনা ঘটল। তবে এটা খুবই খারাপ হয়েছে। ’
প্রসঙ্গত, মহম্মদ সালাহ দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে লিগের গোল্ডেন বুট পান। ইংলিশ প্রিমিয়র লিগে সাম্প্রতিক সময়ে ম্যাঞ্চেস্টার সিটির দাপটই ছিল। তবে ক্লপের জমানায় চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইপিএলও জিতেছিল রেডসা। কিন্তু ক্লপ দল ছাড়ার পর আদৌ লিভারপুলকে আর্নে স্লট সাফল্য দিতে পারবেন কিনা, সেই নিয়ে একটা সন্দেহ ছিল। তবে স্লট কিন্তু নিজের প্রথম বছরেই সুপারহিট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।