আইপিএল ২০২২। তাতে ৪৬ 🐎তম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দু'উইকেট হারিয়ে ২০২ রান তুলল চেন্নাই সুপার কিংস। সংখ্যার যে উদ্ভট মেলবন্ধন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে সিএসকে। রুতুরাজ গায়কোয়াড় (৫৭ বলে ৯৯ রান) এবং ডেভন কনওয়ের (৫৫ 𝐆বলে ৮৫ রানে অপরাজিত) সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে দু'উইকেট হারিয়ে ২০২ রান তোলেন মহেন্দ্র সিং ধোনিরা। সংখ্যার সেই উদ্ভট মেলবন্ধন নজর কেড়েছে নেটিজেনদের।
সেই ম্যাচে রুতুরাজ এবং কনওয়ে চে🦹ন্নাইয়ের হয়ে নয়া নজি꧟র তৈরি করেন। চেন্নাইয়ের ইতিহাসে ওপেনিং জুটি বা যে 💛কোনও জুটি সর্বোচ্চ রান করার নজির গড়েন রুতুরাজ এবং কনওয়ে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ কত, তা দেখে নিন একনজরে -
১🧔) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (২০২২ সাল): রবিবার উমরান মালিဣকদের বিরুদ্ধে প্রথম উইকেটে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে করেছেন ১৮২ রান।
২) বনাম পঞ্জাব কিংসꦬ (২০২০ সাল): প্রথম উইকেটে ফ্যাফ ডু'প্লেসি এবং শেন ওয়াটসনের জুটিতে অপরাজিত ১৮১ রান উঠেছিল।
(S😼RH vs CSK ম্যাচের লাইভ📖 আপডেট দেখবেন তো? ক্লিক করুন এখানে)
৩) ব♕নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২০২২ সাল): তৃতীয় উইকেটে এবারের আইপিএলেই ಌরবিন উথাপ্পা এবং শিবম দুবের জুটিতে ১৬৫ রান উঠেছিল।
৪) বনাম রয়্যাল চ্যালেঞ্জার𝄹্স ব্যাঙ্গালোর (২০১১ সাল): প্রথম উইকেটে মাইকেল হাসি এবং মুরলী বিজয়ের জুটিতে উঠেছিল ১৫৯ রান।
৫) বনাম রাজস্তান রয়্য়🗹ালস (২০১০ সাল): তৃতীয় উইকেটে ১৫২ রান উঠেছিল। জুটি ছিল মুরলী বিজয় এবং অ্যালবি মর্কেলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।