শুক্রবার থেকে শুরু হয়েছে Realme Anniversary Sale । আগামী ৮ জুন পর্যন্ত সংস্থার স্মার্টফোন, অ্যাকসেসরিজ ইত্যাদিতে থাকছে আকর্ষণীয় ছাড়। Realme X7 series, Narzo 30 Pro, Realme X3 Super Zoom, Realme C15-সহ একাধিক স্মার্টফোন, অ্যাকসেসরিজে মিলবে বড়সড় ছাড়।সংস্থার এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন Realme C15 । সেই ফোনেই ফ্ল্যাট ১ হাজার টাকা ছাড় মিলবে Realme Anniversary Sale-এ।এক নজরে দেখে নিন Realme C15-এর স্পেসিফিকেশান :RAM : 3 GB/4 GBInternal Memory : 32 GB/ 64 GBProcessor : MediaTek Helio G35ব্যাটারি : 6000 mAh (18w ফাস্ট চার্জিং)ডিসপ্লে : 6.52-inch HD+রিয়ার ক্যামেরা : 13+8+2+2 MPফ্রন্ট ক্যামেরা : 8 MP (Waterdrop notch)সফটওয়্যার : Android 10 ভিত্তিক Realme UI 1.0দাম: Realme C15 ফোনটির মোট দুটি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। 3GB RAM ও 32GB স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। 4GB RAM ও 64GB স্টোরেজ মডেলের দাম ১০,৯৯৯ টাকা।এই দুই ভেরিয়েন্টেই ১ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে, 3GB+32GB মডেলের দাম ৮,৯৯৯ টাকা। আবার ফোনটির 4GB+64GB RAM ও স্টোরেজ মডেলের দাম ভারতে ৯,৯৯৯ টাকা।কিনতে পারবেন ফ্লিপকার্ট(Flipkart) এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।