Xiaomi-র ফোনে দারুণ অফার! ৮ হাজার টাকা পর্যন্ত ছাড়
1 মিনিটে পড়ুন Updated: 06 May 2022, 11:38 AM ISTআমাজনের সেলে দুর্দান্ত অফার। এক নজরে দেখে নিন শাওমির স্মার্টফোনে সেরা অফারগুলি।
আমাজনের সেলে দুর্দান্ত অফার। এক নজরে দেখে নিন শাওমির স্মার্টফোনে সেরা অফারগুলি।
Amazon Summer Sale: ৪ মে-৮ মে Amazon সামার সেল চলছে। সেলে Xiaomi-র স্মার্টফোনে ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া ICICI ব্যাঙ্ক, কোটাক এবং RBL ব্যাঙ্কের গ্রাহকরা আলাদাভাবে ১০% তাত্ক্ষণিক ছাড় পাবেন। এই প্রতিবেদনে Xiaomi-র ফোনে সেরা ডিলগুলির বিষয়ে জানতে পারবেন।
১. Xiaomi 11 Lite NE
ফোনটির MRP ৩১,৯৯৯ টাকা। Amazon সামার সেলে Xiaomi-র এই ফোনটি ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ, ৮,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
Xiaomi 11 Lite NE-তে রয়েছে Qualcomm Snapdragon 778G প্রসেসর, ৬৪ MP + ৮MP + ৫MP রিয়ার ক্যামেরা, ২০MP ফ্রন্ট ক্যামেরা, ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে।
২. Redmi 9A Sport
সেলে ৬,৯৯৯ টাকা দামের এই Xiaomi ফোনটি ৬,১৯৯ টাকায় কেনা যাবে। ৮০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এতে রয়েছে ২GB RAM, ৩২GB স্টোরেজ, Octacore Helio G25 প্রসেসর এবং ৫,০০০ mAh ব্যাটারি।
৩. Redmi Note 10T 5G
এমনিতে ১৩,৯৯৯ টাকা দাম। সেলে ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ, ৩,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর, ৬.৫-ইঞ্চি FHD+ ডিসপ্লে, ৪৮MP + ২MP + ২MP রিয়ার ক্যামেরা, ৮MP ফ্রন্ট ক্যামেরা, ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে।