আজাদি হাসিলের সময় এসেছে, আমরা ১৫ কোটি কিন্তু ১০০ কোটিকে দমিয়ে রাখতে পারি- AIMIM নেতা ওয়ারিস পাঠান
কর্নাটকের কালবুর্গিতে সিএএ বিরোধী সভায় গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান। পাঠান বলেন যে সময় এসে গিয়েছে এককাট্টা হয়ে আজাদি হাসিল করার। সিএএ বিরোধী আন্দোলনে পুরোভাগে আছেন মহিলারা। এই প্রসঙ্গে পাঠান বলেন যে এখন তো শুধু সিংহীরা বেরিয়েছে, তাতেই ঘাম ছুটে যাচ্ছে। যদি সবাই একজোট হই, তাহলে কী হবে, বুঝতেই পারছেন, শ্রোতাদের উদ্দেশ্যে বলেন তিনি।পাঠান বলেন, 'ভুলে যাবেন না, আমরা ১৫ কোটি কিন্তু ১০০ কোটিকে দমিয়ে রাখতে পারি'।শুনুন পুরো বক্তব্য-