ভিডিয়ো : ভেঙেছে নিয়ম, ধুলোয় মিশিয়ে দেওয়া হল ২টি আবাসন
উপকূলীয় এলাকার নিয়ম ভঙ্গ করে তৈরি হয়েছিল দুটি আবাসন। সেজন্য সেগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়♔েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে আজ কেরলের কোচির আবাসন দুটি ভেঙে ফেলা হয়। মಌুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায় আবাসন দুটি। দেখুন সেই ভিডিয়ো -