মে ২০২৫ এ দেবগুরু বৃহস্পতি আসবেন কৃপার মেজাজে! সুখের ফোয়ারা ছুটবে তুলা সহ বহু রাশির ভাগ্যে
1 মিনিটে পড়ুন Updated: 30 Apr 2025, 05:00 PM ISTমিথুন রাশিতে মে মাসে গুরু গোচর হতে চলেছে। তার জেরে কোন কোন রাশি লাভ পাবে, দেখা যাক।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু বৃহস্পতি সমৃদ্ধি, জ্ঞান, ঐশ্বর্যের কারক। উল্লেখ্য, গুরু গ্রহ প্রায় ১২ বছর পর এক রাশি থেকে অন্য রাশিতে যাচ্ছেন। বর্তমানে দেবগুরু বৃহস্পতি রয়েছেন মেষ রাশিতে। তবে মে মাসে তিনি যাবেন মিথুন রাশিতে। মিথুন রাশি হল, বুধের রাশি। আর এই বুধের রাশিতে যেতে চলেছেন বৃহস্পতি। কবে বুধে পা রাখবেন ব𒁏ৃহস্পতি? দেখে নেওয়া যাক, এই গোচরের ফলে লাভ পাবেন কারা?
তুলা
গুরু বৃহস্পতি আপনার ভাগ্যে রাশি পরিবর্তন করে ইতিবাচক ফল দেবেন। ভাগ্য ♚আপনার যোগ্য সঙ্গত দেবে। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে আপনি নিতে পারেন অংশ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন পরীক্ষার্থীরা। জীবনশৈলীতে ইতিবাচক ফল পাবেন। প্রেমের সম্পর্কে আসবে মাধুর্য। আর্থিক নানান যোজনা সফল হবে। কলা, শিল্প বিষয়ক ক্ষেত্রে পেতে পারেন সাফল্য। দেশ বিদেশের যাত্রা সফল হবে।
( জঙ্গি ফারুকের কাশ্মীরে স্লিপার সে🥀ল༒ নেটওয়ার্কের সঙ্গে পহেলগাঁও যোগ? চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে)
( যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার কী ভবিষ্যদ্বাণী রয়েছে ২০২৫ সালে𝐆? ৩ বছর পর আসতে পারে সুখবর!)
( সন্ত্রাস নিয়ে পাক মন্ত্রীর ‘৩ দশক ধরে নোংরা কাজ’ মন্তব্যে প্রশ্ন যেতেই ট্রাম্প প্রশ♈াসন বলল…)
মীন
আপনার জীবনে ভৌতিক সুখ আর বাহনের স্থানে সঞ্চরণ করছে গুরু গ্রহ। এই সময় মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। পড়ুয়ারা ꦗপ্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, তাঁরা পাবেন প্রভূত লাভ। পৈতৃক সম্পত্তি থেকে বিশেষ লাভ পাবেন। পারিবারিক কোনও বিবাদ থেকে এই সম✨য় পাবেন মুক্তি। কাজের দিক থেকে আসবে উন্নতি।
কন্যা
আপনার রাশিতে কর্মভাবে গুরু গ্রহ সঞ্চরণ করতে চলেছে। এই সময় কাজে🗹র দিক থেকে ভালো লাভ পেতে পারেন। চাকরির🐠তরা এই সময় পেতে পারেন প্রমোশন। আয়ের বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় বাড়তে পারে মুনাফা। বাড়িতে থাকবে সুখ শান্তি। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হতে পারে। জমি,বাড়ি কিনতে পারেন এই সময়।