দেখা যাক, এই গণেশ দেবের কৃপাধন্য লাকি রাশি কোনগুলি। যাঁরাই এই গণেশ দেবের কৃপাধন্য, তাঁরা ঋদ্ধি-সিদ্ধি ও সুখ সমৃদ্ধির অধিকারী হন।
গণেশ দেবতার প্রিয় রাশি কী কী, দেখে নিন।
হিন্দু ধর্মে যেকোনও শুভ কাজের জন্য দেবতা গণেশের পুজো করা হয়। এছাড়াও ঘর সংসারের যাবতীয় উন্নতি কামনা করে গণেশ দেবের আরাধনা করা হয়। সেই গণেশ দেবের কৃপাধন্য বেশ কয়েকটি লাকি রাশি রয়েছে। দেখা যাক কারা কারা লাকি।
মেষ, মকর সহ ৩ রাশি হল গণেশ দেবের প্রিয় রাশি। সিদ্ধিদাতা গণেশের এই প্রিয় ৪ রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভবান হন। এদিকে, আজ রাত পোহালেই কাল বুধবার। আর এই বুধবার গণেশ দেবের প্রার্থনার জন্য খুবই শুভ। অনেকেই গণেশ দেবের আরাধনা বুধবার করে থাকেন। দেখা যাক, এই গণেশ দেবের কৃপাধন্য লাকি রাশি কোনগুলি। যাঁরাই এই গণেশ দেবের কৃপাধন্য, তাঁরা ঋদ্ধি-সিদ্ধি ও সুখ সমৃদ্ধির অধিকারী হন।