Muharram 2023: শিয়া আর সুন্নিদের মহরম পালনের রীতি আলাদা, কী কী করেন তাঁরা Updated: 28 Jul 2023, 05:00 PM IST Sanket Dhar Muharram 2023: আশুরার দিনটি মহরম মাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তবে দিনটি শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষেরা আলাদা আলাদাভাবে পালন করে থাকেন। জেনে নিন সেই রীতিনীতির সাতকাহন।