আইপিএল ২০🙈২৫-এর প্লে-অফের লড়াইয়ের এখন এক নির্ণায়ক সন্ধিক্ষণ। আর এর মাঝেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস (DC)। বুধবার (২১ মে) মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেটে অনুশীলন করার সময় হাঁটুতে চোট পান কেএল রাহুল। এই চোট দিল্লির প্লে-অফের আশায় জল ঢালতে পারে। কারণ এই মুহূর্তে রাহুল দিল্লির ব্যাটিংয়ের মেরুদণ্ড।
সূত্রের খবর, নেটে অনুশীলনের সময় মুকেশ কুমারের বলে সজোরে রাহুল আঘাত পান, যার পরে তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। এবং তিনি চোট পাওয়ার পর অনুশীলন ছেড়ে উঠে যান। তাঁর আঘাতের তীব্রতা সম্পর্কে🔜 এখনও স্পষ্ট কিছু জানা যায়নি, তবে মেডিকেল টিম তাঁর অবস🌸্থা মূল্যায়ন করছে।
কেএল রাহুল একজন বিপজ্জনক ব্যাটসম্যান
এটা দিল্লি ক্যাপিটালসের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে গেল। রাহুল এই মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে অপরাজিত ১১২ রান করে তিনি ইতিহাস লিখেছেন। এবং টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ৮০০০ রান পূর্ণকারী ভারতীয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন। রাহুলের সম্ভাব্য অনুপস্থিতি দিল্লির ব্যাটিং লাইন-আপকে দুর্বল করে দিতে পারে, বিশেষ করে যখন তারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে প্রস্তুত। এই🍷 ম্যাচটি প্লে-অফের চতুর্থ স্থান নির্ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ꦍণ ভূমিকা নেবে।
প্লে-অফের সমীকরণ
আইপিএলের প্লে-অফে আর একটি দলই যোগ্যতা অর্জন করতে পারবে। কারণ তিনটি দল- গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস, ইতিমধ্যে যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর একটি জায়গা দখলের লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবলে মুম্বই ইন্ডিয়ান্স বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। ১২টি ম্যাচ শেষে তাদের ১৪ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ, গ্রুপ পর্বে উভয় দলেরই দু'টি 🍸করে ম্যাচ বাকি আছে। এবং, তাদের দুজনেরই এখনও🌌 প্লে অফে পৌঁছানোর সুযোগ রয়েছে।
আর বুধবার এই দুই দল একে অপরের মুখোমুখি হবে। মুম্বইয়ের এটি আবার হোম ম্যাচ। ওয়াংখেড়েতে তারা ম্যাচটি জিতলেই, প্লে-অফ নিশ্চিত করে ফ༺েলবে। ছিটকে যাবে দিল্লি। তবে ꦬদিল্লি জিতলে, সেক্ষেত্রে চতুর্থ দলের যোগ্যতা অর্জনের জন্য অপেক্ষা বাড়বে। সেক্ষেত্রে দিল্লি তাদের শেষ ম্যাচ জিতলেই প্লে-অফে উঠে যাবে। তবে তারা যদি শেষ ম্যাচ হারে, তখন তাদের অপেক্ষা করতে হবে। যদি মুম্বইও তাদের শেষ ম্যাচে হারে, তবেই প্লে-অফ নিশ্চিত হবে দিল্লির। তা না হলে দিল্লি যদি মুম্বইকে হারিয়ে দেয়, এবং নিজেরা শেষ ম্যাচ হেরে যায়, আর মুম্বই তাদের শেষ ম্যাচে জিতে যায়, তবে হার্দিক পান্ডিয়ারা প্লে-অফে পৌঁছবে।
এদিকে দিল্লি এবং মুম্বই দুই দলই তাদের শেষ ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। পঞ্জাব ইতিমধ্যে প্লে-অফে পৌঁছে গিয়েছে। কিন্তু তারা চাইবে বাকি দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষে উঠতে। এদিকে মুম্বই এবং পঞ্জাবও পয়েন্ট টেবলের শীর্ষে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া থাকবে। তাই মুম্বই চাইবে, দিল্লিকে 🐽হারিয়েই প্লে-অফ নিশ্চিত করে ফেলতে। উল্টোদিকে দিল্লিও কিন্তু সহজে হাল ছাড়বে না।