আইপিএলের প্লে-অফে😼 আর একটি দলই যোগ্যতা অর্জন করতে পারবে। কারণ তিনটি দল- গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস, ইতিমধ্যে যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর একটি জায়গা দখলের লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। আর এই দু'টি দল বুধবার (২১ মে) একে অপরের মুখোমুখি হবে। মুম্বইয়ের এটি আবার হোম ম্যাচ। ওয়াংখেড়েতে তারা ম্যাচটি জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। ছিটকে যাবে দিল্লি।
মুম্বইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে তাঁর দলের আইপিএল ২০২৫ প্লে-অফের যোগ্যতা অর্জনের ক্ষমতার উপর 𒅌আস্থা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন 🍷যে, ছয় ম্যাচ টানা জয়ের পর তারা ‘সব সময় প্রতিযোগিতায় ছিল।’ মঙ্গলবার এমআই-এর অনুশীলন সেশনে জয়াবর্ধনে সাফ বলে দেন, ‘এটা আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। এই পজিশনে থাকাটা একটা দারুণ ব্যাপার।’ তিনি আর যোগ করেছেন, ‘ছেলেদের প্রতি আমার বার্তা, আমাদের রুটিন, আমাদের প্রশিক্ষণের ধরণ, আমাদের পরিকল্পনা এবং টুর্নামেন্টের দিকে আমরা কীভাবে এগিয়ে চলেছি, তার দিকে পুরো মনোযোগ দেওয়া।’
দিল্লির বিরুদ্ধে জয় পেলে এমআই গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের সঙ্গে চতুর্থ টিম হিসেবে প্লে-অফে নিজেদের জায়গা পাকা ক🌺রে ফেলবে। তবে, হেরে গেলে, চাপ বাড়বে। সেক্ষেত্রে তাদের নিজেদের শেষ ম্যাচ জিততে তো ﷽হবেই, সেই সঙ্গে দিল্লির শেশ ম্যাচে হারের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রসঙ্গত, মুম্বই এবং দিল্লি- দুই দলই তাদের শেষ ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে।
জয়াবর্ধনে অবশ্য বলেছেন, ‘আমরা এমন🐬 পরিস্থিতিতে ভালো ক্রিকেট খেলেছি, যেটা প্রাপ্য ছিল। আমরা আগামীকাল (২১ মে) মাঠে নামবো এবং আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবো।’
আবহাওয়ার জেরে ম্যাচে বিপর্যয় এলে, সেক্ষেত্রে প্রতি ম্যাচে এক ঘন্টা অতিরিক্ত ⭕খেলার সুযোগ করে দেওয়া হবে। এই আপডেটেড আসার পর জয়াবর্ধনে অবশ্য অন্য আশঙ্কা প্রকাশ করেছে💞ন, যেটা যুক্তিযুক্তও বটে। তাঁর মতে, ‘যদি এটা সাহায্য করে, তবে তো ভালো বিষয়। কিন্তু যদি ভারী বৃষ্টি হয়, তাহলে অতিরিক্ত ঘন্টাটা কোনও ব্যাপার কিনা, তা আমি জানি না।’
জওয়াবর্ধনে নিশ্চিত করেছেন যে, বিদেশি খেলোয়াড় যাঁরা আর ফেরেননি, তাঁদের পরিবর্তে বিকল্প প্লেয়ার নেওয়া হয়েছে। এবং এতে দলের কোনও সমস্যা হবে না। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে দু'জন - রিচার্ড গ্লিসন এবং চারিথ আসালঙ্কা- চলে এসেছে, এখানেই আছে। জনি (বেয়ারস্টো) বুধবার আসবে।’