বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ﷺশনিদেবের প্রভাব বিভিন্ন রাশিতে বিভিন্নভাবে পড়ে থাকে। তাঁকে জ্য়োতিষমতে বলা হয়ে থাকে, ন্যায়ের দেবতা। আর এই ন্যায়ের দেবতা শনিদেবই এবার নক্ষত্র গোচর করতে চলেছেন। দণ্ডনায়ক শনিদেব গত ২৮ এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আগেই বিচরণ করেছেন। আর এই নক্ষত্রে তিনি ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত থাকবেন। সেই দিনটি হল বিজয়া দশমী। এর মাঝে ৭ জুন তিনি উত্তরভাদ্রপদের দ্বিতীয় পদে অবস্থান করবেন। ফলে তার প্রভাবও বহু রাশিতে পড়বে।
বৃষ
এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে কর্ম🔜স্থলে সিনিয়র নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক হবে। কোনও দীর্ঘ সময় ধরে আটকে থাকা ব্যবসা এবার শুরু হতে পারে। এই সময় শনিদেব একাদশ ভাবে বিরাজ করবেন। জীবনে দীর্ঘ দিন ধরে চলা কোনও সমস্যা এবার শেষ হবে। এবার নিয়ম মেনে জীবনধারণ করা আপনি পছন্দ করবেন। টাকার কমতি থেকে পাবেন মুক্তি। কোনও বহু দিনের আটকে থাকা প্রজেক্ট থেকে পাবেন মুক্তি। সুখ স্বাচ্ছ্বন্দ্যের প্রাপ্তি হবে।
( ভারত ‘ নিজের খেয়াল রাখতে পারবে’, এদেশে অ্যাপেল-র♏ প্ল্যান্ট বাড়ুক.. চান না ট্রা✅ম্প! বার্তা কুককে)
( রাহুর মেগা এন্ট্🅘🐓রি শনির রাশিতে! আর হাতে গোনা ক'দিন পরই কপাল খুলবে ৩ রাশির)
কন্যা
এই রাশির সপ্তমভাবে শনিদেব বিচরণ করবেন। এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন আগের থেকে ভালো থাকতে চলেছꦐে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ আসতে পারে। অংশিদারীকে করা ব্যবসা খুবই লাভ দেবে। শনিদেবের কৃপায় জীবনে আসা সমস্ত বাধা কাটিয়ে তোলা যাবে। ধৈর্য ধরে যে কাজ করবেন, তাতে আসবে সাফল্য। বিদেশে ব্যবসায় লাভ আসতে পারে। বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে।