রাহু রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কিছু দিন পরই আবার এই নক্ষত্রে শুক্রও প্রবেশ করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, লাকি কারা।
রাহু ও শুক্রের যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে পাপী গ্রহ মনে করা হয়। এছাড়াও রাহুকে ছায়া গ্রহও মনে করা হয়ে থাকে। রাহুর চলনের প্রভাব কোনও না কোনও রাশির জাতক জাতিকার ওপর অবশ্যই পড়তে থাকে। তারফলে বহু রাশির জীবনে নানান রকমের সমস্যা তৈরি হয়। উল্লেখ্য, রাহু, ৮ মাসে নক্ষত্র পরিবর্তন করেন। আর ২৭ নক্ষত্র এভাবে তিনি পার করেন। ফলে একটিই নক্ষত্রে রাহুর ফের ঘুরে আসতে সময় লাগে ১৮ মাস। রাহু রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কিছু দিন পরই আবার এই নক্ষত্রে শুক্রও প্রবেশ করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, লাকি কারা।
মেষ
এই রাশিতে রাহু ও শুক্রের যুতি খুবই সাফল্য এনে দিতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য এই যোগ খুবই লাকি। এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। জীবনে আনন্দ আসবে। বিদেশ যাত্রা হতে পারে। কোনও দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারেন। বিদেশে কোনও সূত্র থেকে ধনলাভ হতে পারে।
বৃষ
এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ প্রচুর হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের কোনও ইচ্ছা পূরণ হতে পারে এই সময়। বন্ধুদের সঙ্গে সময় ভালো দিকে কাটতে পারে। বহু বিলাসিতার অধিকারী হতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। রাজনীতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পাবেন লাভ। আইনি মামলায় সাফল্য পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো কাটতে পারে।