আবারও সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি। বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে বেধড়ক মারধর করা হল। ঘটনাটি রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। আক্রান্ত যুবকের নাম গৌতম সরকার। পঞ্চায়েতের সদস্য রক্তিম কর এবং তার দলবলের বিরুদ্ধে সালিশি সভার নাম করে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবক। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: পরকীয়ায় বাধা, স্ত্রীকে খুন করতে সালিশি সভায় সুপারি কিলার নিয়ে হাজির স্বামী
জানা গিয়েছে, একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কাজ করেন ওই যুবক। কিছুদিন আগেই তিনি বাবাকে হারিয়েছিলেন। শুক্রবার শ্রাদ্ধানুষ্ঠান শেষ হয়। যুবক জানান, তাঁর বাবার মৃত্যুতে তিনি এবং তাঁর মা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। সেই অবস্থার মধ্যেও কোনওরকম মানবিকতা না দেখিয়ে এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়। অভিযোগ, গৌতমের বাড়িতে আসে একদল যুবক। তারাই সালিশি সভার নাম করে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেখানে রক্তিম করের উপস্থিতিতে তাঁকে মারধর করা হয়।
যুবকের দাবি, বকেয়া টাকা নিয়ে ওই সালিশি সভা ডাকা হয়েছিল। তিনি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত হওয়ায় কাজের সূত্রেই অনির্বাণ সরকার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় গৌতমের। অনির্বাণ রাজারহাট দেয়াড়ার বাসিন্দা। অনির্বাণের সাহায্যে এক ব্যক্তিকে ঋণ পাইয়ে দিয়েছিলেন গৌতম। কিন্তু, এরজন্য কমিশন নিয়ে বিবাদ তৈরি হয় দুজনের মধ্যে। অনির্বাণকে টাকা মেটানো হয়নি বলে অভিযোগ। এনিয়ে মীমাংসার জন্য রক্তিম নিজের দলীয় কার্যালয়ে সালিশি সভা ডাকেন। সেখানেই গৌতমকে মারধর করা হয়।