মৌসুমী চট্টোপাধ্যায়ের মেয়েকে নিয়ে একবার একটি নোংরা মন্তব্য করে বসেন রাজেশ খান্না। কিন্তু সেটা মোটেই চুপচাপ সহ্য করে নেননি অভিনেত্রী। বরং প্রতিবাদ করেন এবং বিষয়টা নিয়ে মুখোমুখি হন রাজেশ খান্নার। সেই ঘটনার স্মৃতি হাতড়ে কী বললেন আড়ি খ্যাত অভিনেত্রী?
আরও পড়ুন: ফের গোলমাল স্টুডিও পাড়ায়! টেকনিশিয়ানদের দীর্ঘদিন বেতন না বাড়ায় নতুন মেগার শ্যুটিংয়ে বাধা?
আরও পড়ুন: মঞ্চের পর বর্তমানে সিনেমার পর্দা কাঁপাচ্ছেন সুজননীলের পাশে থাকা তরুণ, চিনতে পারছেন?
কী ঘটেছে?
ঘর পরিবার, অনুরাগ, প্রেম বন্ধন সহ একাধিক ছবিতে রাজেশ খান্নার সঙ্গে কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন যখন অভিনেতা তাঁর মেয়েকে নিয়ে নোংরা, কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং তিনি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। নয়নদীপ রক্ষিতকে দেওয়া একটি সাক্ষাৎকারে মৌসুমী চট্টোপাধ্যায় জানান যে সেই ঘটনার পরও তিনি রাজেশ খান্নার সঙ্গে কাজ করেছেন।
মৌসুমী এদিন এই ঘটনা প্রসঙ্গে বলেন, ' লোকজন ক্ষেপে যেত কারণ আমি বিশেষ কিছুকে পাত্তা দিতাম না। ওরা আবার ভাবতো, সময় পেয়েছি যখন চলো ওর পিছনে লাগি। আমি সেগুলোর পাল্টা জবাব দিতাম। উনি ভাবতেন এটা বুঝি খুব মজার কিছু। যে মানুষগুলো নোংরা, কুরুচিপূর্ণ মন্তব্য করে তাঁরা আসলে বোঝেন না যে তাঁরা তাঁদেরই স্বরূপ বুঝিয়ে দিচ্ছেন। তাঁরা কোন পরিবেশ থেকে এসেছেন সেটা বুঝিয়ে দিচ্ছেন। কেউ আশা করত না যে আমি উত্তর দেব। কিন্তু আমি তো অরম ছিলেন। কে সুপারহিরো, কে সুপার হিরোইন বা অন্য কিছু এসবকে আমি কখনই পাত্তা দিতাম না। আমি তাকে একজন মানুষ হিসেবেই দেখতাম। যদি তুমি মানুষ হিসেবে সত্যিই ভালো হও সে স্পট বয়ের কাজ করেও তাহলে আমি তোমায় স্যালুট করব।'
কিন্তু এই ঘটনার পর কীভাবে তিনি রাজেশ খান্নার সঙ্গে কাজ করেছেন সেই বিষয়ে মৌসুমী চট্টোপাধ্যায় জানান, 'আমি ওই ঘটনার পরও ওর সঙ্গে কাজ করেছি। কখনও কোনও অস্বস্তি বোধ করিনি। রাত গয়ি বাত গয়ি। উনিও জানতেন আমাকে মচকানো অত সোজা নয়।'
আরও পড়ুন: RCB vs SRH ম্যাচে সজোরে বিরাটের হেলমেটে বল লাগতেই উদ্বিগ্ন অনুষ্কা! কী করলেন ভয় পেয়ে?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, মৌসুমী চট্টোপাধ্যায় অতীতে লেহরে রেট্রোকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে রাজেশ খান্না নাকি তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে তাঁর সন্তানের বাবা কে তাঁর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় নাকি অভিনেতা বিনোদ মেহরা। তিনিও রাজেশ খান্নাকে পাল্টা জবাব দিয়ে বলেন 'ওটা কি তোমার সন্তান না ঋষি কাপুরের?'