গরম দুধ গায়ে ঢেলে নাবালককে খুনের চেষ্টার অভিযোগ ওঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই অভিযোগ উঠতেই এলাকা থেকে পালিয়ে যায় ওই বিজেপি নেতা। ꦇকিন্তু তারপরও সে ধরা পড়ে গেল। এই ঘটনার ২৮ দিনের মাথায় ঝাড়খণ্ডের পাকুর এলাকার একটি হোটেল থেকে পলাতক বিজেপি নেতা অমিত মাকড়কে গ্রেফতার করল দেওয়ানদিঘি থানার পুলিশ। পাওনা টাকা আদায় করতে গিয়ে ‘হামলা’র অভিযোগ উঠেছিল বিজেপি নেতার বিরুদ্ধে। দোকান ভাঙচুর থেকে শুরু করে কিশোরের গায়ে গরম দুধ ঢেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারপরই পলাতক ছিল বর্ধমান ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত মাকড়। কিন্তু প্রায় একমাস গা–ঢাকা দিয়ে থাকলেও ধরে ফেলল পুলিশ।
এদিকে ওই নাবালকের পরিবারের অভিযোগ, বর্ধমানের দেওয়ানদিঘির মালকিতা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউয়ের কাছে টাকা পেতেন ಞঅমিত মাকড়। ১৯ এপ্রিল সেই টাকা আদায় করতে গিয়ে দলবল নিয়ে হামলা করে উমাশঙ্করের বাড়ি সংলগ্ন দোকানে। চড়াও হয়ে ওই বিজেপি নেতা উমাশঙ্করকে না পেয়ে তাঁর নাবালক ছেলেকে কটূক্তি করেন অমিত মাকড়। তখন নাবালক প্রতিবাদ করতেই তার গায়ে ফুটন্ত গরম দুধ ঢেলে দেয়। এই ঘটনায় গুরুতর দগ্ধ নাবা♒লককে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। আর ওই ঘটনায় জড়িত অপর অভিযুক্ত মৌসম হাজরাকে পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুন: ভুয়ো আধার কার্ড বানানোর চক্রের পর্দাফাঁস, খদ্দের সেজে সীমান্তের গ্রামে অভিযান, গ্রেফতার দুই
অন্যদিকে সহযোগী গ্রেফতার হয়েছে জানতে পেরেই গা–ঢাকা দেয় অমিত মাকড় বলে অভিযোগ। এরপর থেকে পুলিশ বিজেপি নেতার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে। আর তা করে দেখতে পায় পুলিশ অমিত মাকড় কখনও বীরভূম, কখনও কলকাতা, কখনও আরও অন্যান্য জেলায় ঠিকানা বদল করছিল অমিত মাকড়। আর এভাবেই ঝাড়খণ্ডের হদিশ পায় পুলিশ। ঝাড়খণ্ড𓃲ের পাকুড় এলাকার একটি হোটেলে ওই বিজেপি নেতা লুকিয়ে রয়েছে তথ্য হাতে পেতেই ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ কর꧑ে দেওয়ানদিঘি থানার পুলিশ।
তাছাড়া এই ঘটনার পর বিজেপির জেলা অফিসে অমিত মাকড়ের মোটরবাইক দেখা যেত বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দেওয়ানদিঘিতে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভাও করেছিল। গতকাল বেশি রাতে ওই বিজেপি নেতাকে ঝাড়খণ্ড রাজ্য থেকে গ্রেফতার করা হয়। আর আজ, শনিবার ধৃত বিজেপি নেতাকে বর্ধমানে এনে জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃত বিজেপি নেতাকে চারদিনের꧟ জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বিজেপি নেতা গ্রেফতারের পর থেকে মুখে কুলুপ এঁটেছে গেরুয়া শিবির।