প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছেন। কিন্তু, বাড়ি নির্মাণ না করে সেই টাকা অন্য কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে বহু প্রাপকের বিরুদ্ধ। এবার সেই সমস্ত প্রাপকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। অবিলম্বে এই সমস্ত প্রাপকদের আবাস যোজনা বাবদ পাওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য নোটিশ দিয়েছে রায়গঞ্জ পুরসভা। তাতে বলা হয়েছে, অবিলম্বে আবাসের টাকা ফেরত না দিলে সেক্ষেত্রে প্রয়োজনে এই সমস্ত প🐼্রাপকদের বিরুদ্ধে থানায🌱় এফআইআর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: আবাসের টাকꦺা হাতে পেতেই স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালালেন ৪ গৃহবধূ
পুরসভার তরফে টাকা ফেরানোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আবাসের টাকা পাওয়া প্রাপকদের টাকা ফেরানোর জন্য নোটিশ দিয়েছে রায়গঞ্জ পুরসভা। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২♌০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় ৯৪৭৪ জন উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আনা হয়েছিল।
তবে বিভিন্ন কারণে ১৪০০ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাকি ৮০৭৪ জনকে আবাসের টাকা দেওয়া হয়। কিন্তু, দেখা গিয়েছে যে এর মধ্যে ৫২৪ জন আবাসের টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি। অভিযোগ উঠেছে, তাঁরা সেই টাকা অন্য কাজে ব্যবহার করেছেন। দীর্ঘ সময় ধরে বাড়ির কাজ না করায় সমীক্ষা করে তাঁদের চিহ্🍌নিত করেছে রায়গঞ্জ পুরসভা। এরপরেই তাঁদের টাকা ফেরানোর নোট💖িশ ধরানো হয়েছে।