মত্ত অবস্থায় থানার কোয়ার্টারে তৃণমূলের জনপ্রতিনিধিদের রিভলভার হাতে তাড়া করার অভিযোগ পুলিশ আধিকারিকের ব💫িরুদ্ধে। ঘটনা মালদার মানিকচক থানার। অভিযুক্ত এএসআই প্রশান্ত মিশ্রের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় হতবাক তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
আরও পড়ুন - আবাসের ঘর পাওয়ার জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে TMC🍸 ন♎েতার মারে মৃত্যু বৃদ্ধের
পড়তে থাকুন - 'বাংলাদেশে হিন্দু💦র ওপর অত্যাচার চলছে, আর পশ্চিমবঙ্গে বিভিন্ন সীমান্তে উৎসব চলছে'
জানা গিয়েছে, দিন কয়েক আগে মানিকচক থানা এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা হয়। এর পর মোটরসাইকেলটিকে বাজেয়াপ্ত করে মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনার তদন্ত করছিলেন এএসআই প্রশান্ত মিশ্র। ঘটনাটি নিয়ে কথা বলার জন্য প্রশান্তবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করেন স্থানীয় মিলকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি পঞ্চায়েত সদস্য দুলাল শেখ ও মইনুদ্দিন মোমিন। ফোনে আলোচনার জন্য ২ পঞ্চায়েত সদস্যকে থানার কোয়ার্টারে ডেকে পাঠান প্রশান্তবাবু। অভিযোগ, ২ পঞ্চায়েত সদস্য সেখানে গিয়ে দেখেন প্রশান্তবাবু মত্ত অবস্থায় রয়েছেন। তার পরেও তাঁর সঙ্গে 🐎আলোচনা শুরু করেন মইনুদ্দিন ও দুলাল। কিন্তু কিছুক্ষণ আলোচনার পরেই মেজাজ হারান ওই এএসআই। অভিযোগ, এর পর নিজের সার্ভিস রিভলভার বার করে গুলি করে মেরে ফালার ভয় দেখাতে থাকেন ২ জনপ্রতিনিধিকে।
আরও পড়ুন - 'ಞমুখ্যমন্ত্রী মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন, সিমি,হুজির নেতাদের টিকিট দিয়েছেন'
দুলাল বলেন, ‘এক সময় তো ভেবেছিলাম মরেই যাব। কোনও পুলিশ অফিসার যে এরকম করতে পারে আমার জানাই ছিল না। আমরা কোয়ার্টার থেকে দৌড়ে পালিয়ে কোনও ক্রমে প্রাণ বাঁচাই।💫’
এর পর অভিযুক্ত পুলিশ꧃ আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ২ পঞ্চায়েক সদস্য। মানিকচক থানা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিক এই কাজ আগেও করেছেন।